ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাস্তার সিডিউল ‘কোরআন বা বাইবেল নয়’ যে পরিবর্তন করা যাবে না : রাশেদুল হকের দম্ভোক্তি

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৫৮৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাস্তার কাজের সিডিউল ‘কোরাআন বা বাইবেল’ নয় যে তা পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে। বদলগাছী শহরাংশে ৪ লেনবিশিষ্ট একই রাস্তার ২ লেনে ২ নিয়মে কাজ হওয়ায় রাস্তার উন্নয়ন কাজের সিডিউল সম্পর্কে জানতে চাইলে এমন দাম্ভিকতার সুরে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এমন মন্তব্য করেন।
সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী সুত্রে জানা যায়, বদলগাছী মাতাজী রোডে ফতেজঙ্গপুর মাদ্রাসা হইতে নওগাঁ কীর্ত্তিপুর পর্যন্ত প্রায় ১১ কিঃমিঃ রাস্তার উন্নয়ন প্রকল্পে ৬৬ কোটি টাকা বরাদ্দ হয়। ওই রাস্তা চলতি বছর জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস আগে থেকে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টিান “এম জাহের” কাজ শুরু করেন। ঢিলেঢালাভাবে রাস্তার কাজ চলছিল। তার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনের আগে ও পরে প্রায় ১৫/২০ দিন কাজ বন্ধ ছিল।
কাজ বন্ধ থাকার কারণ হিসেবে জানা যায়, ঠিকাদার প্রতিষ্টানের মালিক বা এমডি স্বতন্ত্র প্রার্থী হয়ে কুমিল্লায় নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচন শেষে প্রায় ১৫ দিন পর থেকে আবারও বদলগাছী শহর অংশে ৪ লেনের কাজ শুরু করেন। নির্বাচনের আগে উপজেলা পরিষদ ও পল্লী উন্নয়ন ভবন এর সামনে ৪ লেনের মধ্যে ২ লেন এ নিচে সিসি ঢালাই দিয়ে রড বিছিয়ে ফাইনাল ঢালাই করেন। এভাবে প্রায় শহরাংশে ও টিএনটির মোড় বা মুক্তিযোদ্ধা এনামুল হক এর বাড়ি পর্যন্ত ২ লেনে নিচে সিসি ঢালাই ও ওপরে রড বিছিয়ে ফাইনাল ঢালাই সম্পূর্ন করেছে।
কিন্তু, গত কয়েক দিন ধরে উপজেলা পরিষদের দক্ষিণ পার্শ্বে পল্লীভবন এর সামনে থেকে রাস্তার পূর্ব পার্শ্বে ২ লেনে কোন প্রকার সিসি ঢালাই না দিয়ে পাথর, সিমেন্ট,বালু ও কেমিক্যাল মিশিয়ে ডিএলসি পদ্ধতিতে কোন রকম রোলার করে দ্রুত রড বিছিয়ে ফাইনাল ঢালাই দিয়ে দায়সাড়াভাবে কাজ দ্রুত করা হচ্ছে।
বদলগাছী শহরাংশে ৪ লেনের রাস্তায় একই নিয়মে কাজ হওয়ার কথা। কিন্তু ২ লেনে এক রকম আবার অপর ২ লেনে আরেক রকম কাজ করছেন ঠিকাদার। যা নিয়ে উপজেলার সাধারন মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
কেউ কেউ বলছেন, নির্ধারিত সিডিউল হিসেবে কাজ হচ্ছে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের ইচ্ছামতো কাজ হচ্ছে।
সঠিক কোনটা এমন সংশয় থেকে স্থানীয় কিছু সচেতন মহলের মৌখিক অভিযোগের ভিত্তিতে এ প্রতিবেদক শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টা ১৯ মিনিটে  নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকের নিকট মোবাইল করে একই রাস্তায় দুই নিয়মে কাজ হচ্ছে বিষয়টি জানতে চাইলে তিনি ব্যাপক দাম্ভিকতার সাথে বলেন, প্রথমে রাস্তায় ২ লেনে সিসি ঢালাই করা হয়েছে, ঠিক আছে। কিন্তু পরে ২ লেনে সিসি ঢালাই এর পরিবর্তে ডিএলসি ঢালাই দেয়া হচ্ছে, কম কিসের! সিসি থেকে ডিএলসি পদ্ধতি ভালো ও উন্নতমানের।
 তাহলে প্রথম দুই লেনে আপনি সিসি ঢালাই দিয়ে দুর্বল ও নিন্মমানের কাজ করলেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাস্তার সিডিউল ‘কোরআন বা বাইবেল’ নয় যে পরিবর্তন করা যাবে না। কাজের ধরণ পরিবর্তন করা হয়েছে এমন সিডিউলটি আমাকে দিতে পারবেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি তার অফিসে যেতে বলে ফোন কেটে দেন।
বদলগাছী উপজেলাবাসী শহরাংশে রাস্তা প্রশস্তকরণ ও ৪ লেন প্রকল্পের কাজের মান যেন শতভাগ ঠিক থাকে এ জন্য স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

রাস্তার সিডিউল ‘কোরআন বা বাইবেল নয়’ যে পরিবর্তন করা যাবে না : রাশেদুল হকের দম্ভোক্তি

আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
রাস্তার কাজের সিডিউল ‘কোরাআন বা বাইবেল’ নয় যে তা পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে। বদলগাছী শহরাংশে ৪ লেনবিশিষ্ট একই রাস্তার ২ লেনে ২ নিয়মে কাজ হওয়ায় রাস্তার উন্নয়ন কাজের সিডিউল সম্পর্কে জানতে চাইলে এমন দাম্ভিকতার সুরে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এমন মন্তব্য করেন।
সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী সুত্রে জানা যায়, বদলগাছী মাতাজী রোডে ফতেজঙ্গপুর মাদ্রাসা হইতে নওগাঁ কীর্ত্তিপুর পর্যন্ত প্রায় ১১ কিঃমিঃ রাস্তার উন্নয়ন প্রকল্পে ৬৬ কোটি টাকা বরাদ্দ হয়। ওই রাস্তা চলতি বছর জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস আগে থেকে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টিান “এম জাহের” কাজ শুরু করেন। ঢিলেঢালাভাবে রাস্তার কাজ চলছিল। তার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনের আগে ও পরে প্রায় ১৫/২০ দিন কাজ বন্ধ ছিল।
কাজ বন্ধ থাকার কারণ হিসেবে জানা যায়, ঠিকাদার প্রতিষ্টানের মালিক বা এমডি স্বতন্ত্র প্রার্থী হয়ে কুমিল্লায় নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচন শেষে প্রায় ১৫ দিন পর থেকে আবারও বদলগাছী শহর অংশে ৪ লেনের কাজ শুরু করেন। নির্বাচনের আগে উপজেলা পরিষদ ও পল্লী উন্নয়ন ভবন এর সামনে ৪ লেনের মধ্যে ২ লেন এ নিচে সিসি ঢালাই দিয়ে রড বিছিয়ে ফাইনাল ঢালাই করেন। এভাবে প্রায় শহরাংশে ও টিএনটির মোড় বা মুক্তিযোদ্ধা এনামুল হক এর বাড়ি পর্যন্ত ২ লেনে নিচে সিসি ঢালাই ও ওপরে রড বিছিয়ে ফাইনাল ঢালাই সম্পূর্ন করেছে।
কিন্তু, গত কয়েক দিন ধরে উপজেলা পরিষদের দক্ষিণ পার্শ্বে পল্লীভবন এর সামনে থেকে রাস্তার পূর্ব পার্শ্বে ২ লেনে কোন প্রকার সিসি ঢালাই না দিয়ে পাথর, সিমেন্ট,বালু ও কেমিক্যাল মিশিয়ে ডিএলসি পদ্ধতিতে কোন রকম রোলার করে দ্রুত রড বিছিয়ে ফাইনাল ঢালাই দিয়ে দায়সাড়াভাবে কাজ দ্রুত করা হচ্ছে।
বদলগাছী শহরাংশে ৪ লেনের রাস্তায় একই নিয়মে কাজ হওয়ার কথা। কিন্তু ২ লেনে এক রকম আবার অপর ২ লেনে আরেক রকম কাজ করছেন ঠিকাদার। যা নিয়ে উপজেলার সাধারন মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
কেউ কেউ বলছেন, নির্ধারিত সিডিউল হিসেবে কাজ হচ্ছে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের ইচ্ছামতো কাজ হচ্ছে।
সঠিক কোনটা এমন সংশয় থেকে স্থানীয় কিছু সচেতন মহলের মৌখিক অভিযোগের ভিত্তিতে এ প্রতিবেদক শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টা ১৯ মিনিটে  নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকের নিকট মোবাইল করে একই রাস্তায় দুই নিয়মে কাজ হচ্ছে বিষয়টি জানতে চাইলে তিনি ব্যাপক দাম্ভিকতার সাথে বলেন, প্রথমে রাস্তায় ২ লেনে সিসি ঢালাই করা হয়েছে, ঠিক আছে। কিন্তু পরে ২ লেনে সিসি ঢালাই এর পরিবর্তে ডিএলসি ঢালাই দেয়া হচ্ছে, কম কিসের! সিসি থেকে ডিএলসি পদ্ধতি ভালো ও উন্নতমানের।
 তাহলে প্রথম দুই লেনে আপনি সিসি ঢালাই দিয়ে দুর্বল ও নিন্মমানের কাজ করলেন কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাস্তার সিডিউল ‘কোরআন বা বাইবেল’ নয় যে পরিবর্তন করা যাবে না। কাজের ধরণ পরিবর্তন করা হয়েছে এমন সিডিউলটি আমাকে দিতে পারবেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি তার অফিসে যেতে বলে ফোন কেটে দেন।
বদলগাছী উপজেলাবাসী শহরাংশে রাস্তা প্রশস্তকরণ ও ৪ লেন প্রকল্পের কাজের মান যেন শতভাগ ঠিক থাকে এ জন্য স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বাখ//আর