ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিয়াস আলীসহ সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের আজ ১২ বৎসর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী-সন্তান-পরিবারসহ দেশের অগণিত নেতাকর্মী।

রিজভী বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে বিরোধীপক্ষ নির্মূল করতে গুম-খুনের কৌশল বাস্তবায়ন করছে সরকার। গত দেড় দশকে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সরকার। এসব দুর্নীতি লুটপাটের ঘটনা থেকে জনদৃষ্টি সরাতে গুমের আশ্রয় নেয়া হচ্ছে, যা চরম মানবতাবিরোধী অপরাধ। একদলীয় শাসন টিকিয়ে রাখতে সরকার গুম খুনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেই যাচ্ছে। দেশবাসীর মধ্যে অজানা আতঙ্ক তৈরি করছে।

তিনি আরও বলেন, সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। আওয়ামী লীগ বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। সরকার টার্গেট করে বিএনপি’র নেতাকর্মীদের জেলে নিচ্ছে, অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। নেতাকর্মীদের মুক্তি দাবি।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে: রিজভী

আপডেট সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ইলিয়াস আলীসহ সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের আজ ১২ বৎসর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী-সন্তান-পরিবারসহ দেশের অগণিত নেতাকর্মী।

রিজভী বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে বিরোধীপক্ষ নির্মূল করতে গুম-খুনের কৌশল বাস্তবায়ন করছে সরকার। গত দেড় দশকে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সরকার। এসব দুর্নীতি লুটপাটের ঘটনা থেকে জনদৃষ্টি সরাতে গুমের আশ্রয় নেয়া হচ্ছে, যা চরম মানবতাবিরোধী অপরাধ। একদলীয় শাসন টিকিয়ে রাখতে সরকার গুম খুনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেই যাচ্ছে। দেশবাসীর মধ্যে অজানা আতঙ্ক তৈরি করছে।

তিনি আরও বলেন, সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। আওয়ামী লীগ বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। সরকার টার্গেট করে বিএনপি’র নেতাকর্মীদের জেলে নিচ্ছে, অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। নেতাকর্মীদের মুক্তি দাবি।