ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজস্থলীতে লজ্জাবতী বানর উদ্ধার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// মো: আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি //
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর  রাজস্থলী রেন্জের  বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে ) সন্ধ্যা ৬টায় কাপ্তাই পাল্প উড বনবিভাগ রাজস্থলী রেন্জ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রাজস্থলী  রেঞ্জ কর্মকর্তা  শাহিন ইসলাম  জানান, কাপ্তাই পাল্পউড এর  আওতাধীন রাজস্থলী  রেঞ্জের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন  বনবিভাগের সদস্যরা। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী  ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি  ছেড়ে দিলে  বানর টি গাছের উপর উঠে যায়। ওই সময় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিন ইসলামের  এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়ার পর প্রাণিটি বন বিভাগী কর্মকর্তা  ডিএফও নুরুল আমিনের  এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

রাজস্থলীতে লজ্জাবতী বানর উদ্ধার 

আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
// মো: আজগর আলী খান, রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি //
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর  রাজস্থলী রেন্জের  বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে ) সন্ধ্যা ৬টায় কাপ্তাই পাল্প উড বনবিভাগ রাজস্থলী রেন্জ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রাজস্থলী  রেঞ্জ কর্মকর্তা  শাহিন ইসলাম  জানান, কাপ্তাই পাল্পউড এর  আওতাধীন রাজস্থলী  রেঞ্জের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন  বনবিভাগের সদস্যরা। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী  ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি  ছেড়ে দিলে  বানর টি গাছের উপর উঠে যায়। ওই সময় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিন ইসলামের  এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়ার পর প্রাণিটি বন বিভাগী কর্মকর্তা  ডিএফও নুরুল আমিনের  এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে নিশ্চিত করেছেন রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা।