ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আজকের সেহরি ও ইফতার :: ঢাকায় সেহেরি ৪:৪৫ মি. ইফতার ৬:১২ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:৪০ মি. ইফতার ৬:০৬ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৫১ মি. ইফতার ৬:১৯ মি. :: খুলনায় সেহেরি ৪:৪৯ মি. ইফতার ৬:১৫ মি. :: বরিশালে সেহেরি ৪:৪৬ মি. ইফতার ৬:১২ মি. :: সিলেটে সেহেরি ৪:৩৮ মি. ইফতার ৬:০৬ মি. :: রংপুরে সেহেরি ৪:৪৯ মি. ইফতার ৬:১৭ মি. :: ময়মনসিংহে মসেহেরি ৪:৪৪ মি. ইফতার ৬:১২ মি. ::::

মিয়ানমারের বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৯৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনার সমাধান না হলে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিষয়টি আমরা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছি। সমাধান না হলে আমরা বিষয়টি জাতিসংঘে জানাবো। আমরা যুদ্ধ চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তীব্র ভাষায় এ ঘটনার নিন্দা করছি। আমরা যথাশিগগির তাদের এ অবস্থান পরিবর্তন করে, এই গোলা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে; তারা সংযত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না।

মিয়ানমারের এ ধরনের তৎপরতায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সীমান্ত দিয়ে রোহিঙ্গারা যেন না আসে সে ব্যবস্থা আমাদের বিজিবি, কোস্ট গার্ড করছে। তার পরেও দুই-একজন জীবনের ঝুঁকি নিয়ে আসছে। আমরা তাদের পুশব্যাক করে আবার ফিরিয়ে দিচ্ছি। এ ধরনের ঘটনা হচ্ছে।’

তিনি বলেন, ‘এখন যে গোলাগুলি, সেটা নিয়ে আমরা বলছি, তাদের ভেতরে যে সংঘর্ষ, তা তাদের অভ্যন্তরেই করতে হবে। আমাদের দিকে যাতে না আসে সে জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্ট্রংভাবে বিষয়টি উত্থাপন করবেন। আমরা শান্তিপ্রিয়। আমরা শান্তি রক্ষার্থে যা যা করার করবো।

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে বার্মিজ সেনাবাহিনীর। এ ঘটনায় ইতোপূর্বে একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলা এসে পড়ে, হেলিকপ্টার প্রবেশ করে। এ ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করার পরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না; স্পষ্ট কথা। আমরা চাই এটারও শান্তিপূর্ণ সমাধান। এটা আপনারা বারবার যদি একই কথা বলেন…আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে শান্তিপূর্ণভাবে একটা সমাধা করতে। আমরা সেই চেষ্টাই করছি। আমরা আমাদের পক্ষ থেকে যদি না হয়, আমরা জাতিসংঘের কাছে তুলবো; সবকিছু করবো।’

The short URL of the present article is: https://banglakhaborbd.com/hhy0

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের ঘটনার সমাধান না হলে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিষয়টি আমরা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছি। সমাধান না হলে আমরা বিষয়টি জাতিসংঘে জানাবো। আমরা যুদ্ধ চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তীব্র ভাষায় এ ঘটনার নিন্দা করছি। আমরা যথাশিগগির তাদের এ অবস্থান পরিবর্তন করে, এই গোলা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে; তারা সংযত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না।

মিয়ানমারের এ ধরনের তৎপরতায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সীমান্ত দিয়ে রোহিঙ্গারা যেন না আসে সে ব্যবস্থা আমাদের বিজিবি, কোস্ট গার্ড করছে। তার পরেও দুই-একজন জীবনের ঝুঁকি নিয়ে আসছে। আমরা তাদের পুশব্যাক করে আবার ফিরিয়ে দিচ্ছি। এ ধরনের ঘটনা হচ্ছে।’

তিনি বলেন, ‘এখন যে গোলাগুলি, সেটা নিয়ে আমরা বলছি, তাদের ভেতরে যে সংঘর্ষ, তা তাদের অভ্যন্তরেই করতে হবে। আমাদের দিকে যাতে না আসে সে জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্ট্রংভাবে বিষয়টি উত্থাপন করবেন। আমরা শান্তিপ্রিয়। আমরা শান্তি রক্ষার্থে যা যা করার করবো।

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে বার্মিজ সেনাবাহিনীর। এ ঘটনায় ইতোপূর্বে একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলা এসে পড়ে, হেলিকপ্টার প্রবেশ করে। এ ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করার পরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না; স্পষ্ট কথা। আমরা চাই এটারও শান্তিপূর্ণ সমাধান। এটা আপনারা বারবার যদি একই কথা বলেন…আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে শান্তিপূর্ণভাবে একটা সমাধা করতে। আমরা সেই চেষ্টাই করছি। আমরা আমাদের পক্ষ থেকে যদি না হয়, আমরা জাতিসংঘের কাছে তুলবো; সবকিছু করবো।’

The short URL of the present article is: https://banglakhaborbd.com/hhy0