ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মার্চে জাপানে ফ্লাইট শুরু করবে বিমান: প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, জাপানের নারিতায় ফ্লাইট উদ্বোধন করতে চেয়েছিলাম ২৯ নভেম্বর, প্রধানমন্ত্রীর সফরের সময়। আপতত সেটা হচ্ছে না। তবে আমরা আগামী বছরের মার্চে এই রুটে ফ্লাইট উদ্বোধন করবো।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

এটিজেএফবি’র নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। এ সময়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

মাহবুব আলী বলেন, বিমান ভালো চলুক, আমরা চাই। টরন্টো ফ্লাইট বাণিজ্যকভাবে সফল হয়েছে। বিমানে আমরা বিশেষ কোনও সুবিধা পাই না। অন্যরা যেভাবে বিমানে যাত্রী হিসেব ভ্রমণ করে, আমিও করি। বিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিদিন বিমান নিয়ে খারাপ খবর যায়— তাহলে হয়তো একদিন বিমান থাকবে না। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন। আমরা চাই, দুর্নীতি চিরতরে বন্ধ হোক।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমি নিজে গেলেও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাই। আমার গায়ে তো মন্ত্রী লেখা নাই। যখন অডিট হবে (আন্তর্জাতিক) তখন তারা দেখবে কতজন প্রবেশ করলো, কতজন তল্লাশির মধ্য দিয়ে আসলো।

অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের পর্যটন ও এভিয়েশন খাতের বিকাশে সাংবাদিকরা সব সময় সচেতন। এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বিমানসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করলে আরও বেশি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা সম্ভব হবে।

 

নিউজটি শেয়ার করুন

মার্চে জাপানে ফ্লাইট শুরু করবে বিমান: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, জাপানের নারিতায় ফ্লাইট উদ্বোধন করতে চেয়েছিলাম ২৯ নভেম্বর, প্রধানমন্ত্রীর সফরের সময়। আপতত সেটা হচ্ছে না। তবে আমরা আগামী বছরের মার্চে এই রুটে ফ্লাইট উদ্বোধন করবো।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

এটিজেএফবি’র নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। এ সময়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

মাহবুব আলী বলেন, বিমান ভালো চলুক, আমরা চাই। টরন্টো ফ্লাইট বাণিজ্যকভাবে সফল হয়েছে। বিমানে আমরা বিশেষ কোনও সুবিধা পাই না। অন্যরা যেভাবে বিমানে যাত্রী হিসেব ভ্রমণ করে, আমিও করি। বিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিদিন বিমান নিয়ে খারাপ খবর যায়— তাহলে হয়তো একদিন বিমান থাকবে না। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন। আমরা চাই, দুর্নীতি চিরতরে বন্ধ হোক।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমি নিজে গেলেও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাই। আমার গায়ে তো মন্ত্রী লেখা নাই। যখন অডিট হবে (আন্তর্জাতিক) তখন তারা দেখবে কতজন প্রবেশ করলো, কতজন তল্লাশির মধ্য দিয়ে আসলো।

অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের পর্যটন ও এভিয়েশন খাতের বিকাশে সাংবাদিকরা সব সময় সচেতন। এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বিমানসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করলে আরও বেশি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা সম্ভব হবে।