ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মণিরামপুরে স্কুলের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে থানায় বই চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর জেলার মণিরামপুরে একটি বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে বই চুরির অভিযোগ তুলে প্রধান শিক্ষক নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার মণিরামপুর উপজেলার গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বাদি হয়ে এ অভিযোগটি করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেন রাতের আঁধারে অফিস কক্ষ থেকে স্কুলের সরকারি নতুন ও পুরাতন বই বস্তাভর্তি ১শ’ ৩৫ টি বই চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যরা বইগুলো উদ্ধার করে অভিযুক্ত সাকিবুল হোসেনকে পিতার জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পরামর্শ ক্রমেই থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত স্কুলের নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেনের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অফিযোগের তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

মণিরামপুরে স্কুলের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে থানায় বই চুরির অভিযোগ

আপডেট সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর জেলার মণিরামপুরে একটি বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে বই চুরির অভিযোগ তুলে প্রধান শিক্ষক নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার মণিরামপুর উপজেলার গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বাদি হয়ে এ অভিযোগটি করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেন রাতের আঁধারে অফিস কক্ষ থেকে স্কুলের সরকারি নতুন ও পুরাতন বই বস্তাভর্তি ১শ’ ৩৫ টি বই চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যরা বইগুলো উদ্ধার করে অভিযুক্ত সাকিবুল হোসেনকে পিতার জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পরামর্শ ক্রমেই থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত স্কুলের নিরাপত্তা কর্মী সাকিবুল হোসেনের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অফিযোগের তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বা/খ: এসআর।