ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেড়ায় শিকারীর ফাঁদে দেশি বক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার বেড়ায় শীতের শুরুতেই মৌসুমি পাখি শিকারীরা মেতে উঠেছে দেশি বক শিকারে। প্রতিদিন অসংখ্য বক এসব শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পরছে আর সেসব খাঁচায় ভরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অলিগলিতে বিক্রি করে পকেট ভরছে তারা। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব বক।

জানা গেছে, নদীর জল নেমে যাওয়ার পর সেসব স্থানে খাদ্যের খোঁজে প্রতিদিন বকসহ অসংখ্য পাখি ভিড় করে। এসব এলাকার মধ্যে রয়েছে বিভিন্ন চরাঞ্চল,হাটুরিয়া-নাকালিয়া, পেঁচাকোলা, কৈটলা, ভারেঙ্গা ইউনিয়ন, নগরবাড়ি উল্লেখযোগ্য। যমুনা নদী বেষ্টিত এসব চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি বর্ষার জল নেমে গেলে খাদ্যের জন্য ভিড় করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেঁচাকোলার স্থানীয় এক শিক্ষার্থী জানান, শিকারীকে বহুবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এমনকি তাকে বিকল্প আয়ের উৎসও করে দিতে চেয়েছিলাম। কিন্তু সেই পাখি শিকারী রাজি হননি। বক শিকারের জন্য রয়েছে নানা ধরনের ফাঁদ। বক ছাড়াও পানকৌড়ি, ও বালিহাসও ধরা পরে। প্রতিটি বক ৫০ টাকা বিক্রি হয়। তবে নিষিদ্ধ হওয়ার কারণে বাজারের ভেতর না ঢুকে অলিগলিতে বিক্রি করার কৌশল অবলম্বন করে এরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পরার সম্ভাবনা কম থাকে বলে জানা গেছে।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী জানান, পাখি শিকার আইনে দন্ডণীয় অপরাধ,অভিযোগ আর তথ্য পেলে তার বিরুদ্ধে আইনুগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বেড়ায় শিকারীর ফাঁদে দেশি বক

আপডেট সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার বেড়ায় শীতের শুরুতেই মৌসুমি পাখি শিকারীরা মেতে উঠেছে দেশি বক শিকারে। প্রতিদিন অসংখ্য বক এসব শিকারীদের পেতে রাখা ফাঁদে আটকা পরছে আর সেসব খাঁচায় ভরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অলিগলিতে বিক্রি করে পকেট ভরছে তারা। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব বক।

জানা গেছে, নদীর জল নেমে যাওয়ার পর সেসব স্থানে খাদ্যের খোঁজে প্রতিদিন বকসহ অসংখ্য পাখি ভিড় করে। এসব এলাকার মধ্যে রয়েছে বিভিন্ন চরাঞ্চল,হাটুরিয়া-নাকালিয়া, পেঁচাকোলা, কৈটলা, ভারেঙ্গা ইউনিয়ন, নগরবাড়ি উল্লেখযোগ্য। যমুনা নদী বেষ্টিত এসব চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখি বর্ষার জল নেমে গেলে খাদ্যের জন্য ভিড় করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেঁচাকোলার স্থানীয় এক শিক্ষার্থী জানান, শিকারীকে বহুবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এমনকি তাকে বিকল্প আয়ের উৎসও করে দিতে চেয়েছিলাম। কিন্তু সেই পাখি শিকারী রাজি হননি। বক শিকারের জন্য রয়েছে নানা ধরনের ফাঁদ। বক ছাড়াও পানকৌড়ি, ও বালিহাসও ধরা পরে। প্রতিটি বক ৫০ টাকা বিক্রি হয়। তবে নিষিদ্ধ হওয়ার কারণে বাজারের ভেতর না ঢুকে অলিগলিতে বিক্রি করার কৌশল অবলম্বন করে এরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পরার সম্ভাবনা কম থাকে বলে জানা গেছে।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী জানান, পাখি শিকার আইনে দন্ডণীয় অপরাধ,অভিযোগ আর তথ্য পেলে তার বিরুদ্ধে আইনুগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।