ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজয়ের মাসে কেউ গর্জে উঠলে আ.লীগ বসে থাকবে না : কামরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিজয়ের মাসে কেউ গর্জে উঠলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই অপশক্তি মিথ্যাচার করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

শুক্রবার (১৮ নভেম্বর) কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১০ ডিসেম্বরের পর সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছে বিএনপি। তাদের এসব আস্ফালন কোনো কাজে আসবে না। ১০ ডিসেম্বরের পর কিছুই করতে পারবে না বিএনপি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকার চাইছে। এটা বাংলাদেশের মাটিতে কখনোই আসবে না।

তিনি আরো বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। আস্ফালন না করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেত্রীর সঙ্গে অমানবিক আচরণ করছে তার দল। যত চেষ্টাই করুক না কেন, আদালতের মাধ্যমেই কেবল বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব। এর বাহিরে কোনো পথ নেই।

 

নিউজটি শেয়ার করুন

বিজয়ের মাসে কেউ গর্জে উঠলে আ.লীগ বসে থাকবে না : কামরুল ইসলাম

আপডেট সময় : ০৬:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিজয়ের মাসে কেউ গর্জে উঠলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই অপশক্তি মিথ্যাচার করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

শুক্রবার (১৮ নভেম্বর) কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ১০ ডিসেম্বরের পর সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছে বিএনপি। তাদের এসব আস্ফালন কোনো কাজে আসবে না। ১০ ডিসেম্বরের পর কিছুই করতে পারবে না বিএনপি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক সরকার চাইছে। এটা বাংলাদেশের মাটিতে কখনোই আসবে না।

তিনি আরো বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না। আস্ফালন না করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেত্রীর সঙ্গে অমানবিক আচরণ করছে তার দল। যত চেষ্টাই করুক না কেন, আদালতের মাধ্যমেই কেবল বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব। এর বাহিরে কোনো পথ নেই।