ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাতিল হচ্ছে ক্রিকেট মাঠের সফট সিগন্যাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক : অবশেষে ক্রিকেট মাঠের আলোচিত-সমালোচিত সফট সিগন্যাল বাতিল হচ্ছে। এছাড়া ফ্রি হিটের নিয়মেও আনা হয়েছে ছোট পরিবর্তন। আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ড টেস্ট দিয়ে এ নিয়ম কার্যকর হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আইসিসি ক্রিকেট কমিটি সফট সিগন্যাল ব্যবস্থা বাতিল করে সংশোধিত প্লেয়িং কন্ডিশন অনুমোদন দিয়েছে। আগামী মাসে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছিল তারা। যদিও সেটি কার্যকর হচ্ছে তার আগে থেকেই।

আইসিসি জানিয়েছে এখন থেকে আর কোনো সিদ্ধান্তের জন্য টেলিভিশন আম্পায়ারের সহায়তা নিতে গেলে মাঠের আম্পায়াররা ‘সফট সিগন্যাল’ দেবেন না। বরং কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে দেয়ার আগে টেলিভিশন আম্পায়ারের সঙ্গে আলোচনা করবেন মাঠের আম্পায়াররা।

আগের নিয়মে ক্যাচ বা এমন ঘটনার ক্ষেত্রে মাঠের আম্পায়াররা নিশ্চিত হতে না পারলে টেলিভিশন আম্পায়ারকে দায়িত্ব দেয়া হতো। তবে মাঠ থেকে সফট সিগন্যাল হিসেবে আউট বা নটআউটের সংকেত পাঠাতে হতো। টেলিভিশন আম্পায়ারের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকলেই শুধু সে সিদ্ধান্ত বদলাতেন। তবে প্রযুক্তি থাকার পরও কেন মাঠের সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে, এ নিয়ে আলোচনা অনেক আগে থেকেই।

এ ব্যাপারে ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমরা খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারেও আলোচনা করেছি, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কিছু নির্দিষ্ট জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে।’

নিউজটি শেয়ার করুন

বাতিল হচ্ছে ক্রিকেট মাঠের সফট সিগন্যাল

আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক : অবশেষে ক্রিকেট মাঠের আলোচিত-সমালোচিত সফট সিগন্যাল বাতিল হচ্ছে। এছাড়া ফ্রি হিটের নিয়মেও আনা হয়েছে ছোট পরিবর্তন। আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ড টেস্ট দিয়ে এ নিয়ম কার্যকর হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আইসিসি ক্রিকেট কমিটি সফট সিগন্যাল ব্যবস্থা বাতিল করে সংশোধিত প্লেয়িং কন্ডিশন অনুমোদন দিয়েছে। আগামী মাসে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছিল তারা। যদিও সেটি কার্যকর হচ্ছে তার আগে থেকেই।

আইসিসি জানিয়েছে এখন থেকে আর কোনো সিদ্ধান্তের জন্য টেলিভিশন আম্পায়ারের সহায়তা নিতে গেলে মাঠের আম্পায়াররা ‘সফট সিগন্যাল’ দেবেন না। বরং কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে দেয়ার আগে টেলিভিশন আম্পায়ারের সঙ্গে আলোচনা করবেন মাঠের আম্পায়াররা।

আগের নিয়মে ক্যাচ বা এমন ঘটনার ক্ষেত্রে মাঠের আম্পায়াররা নিশ্চিত হতে না পারলে টেলিভিশন আম্পায়ারকে দায়িত্ব দেয়া হতো। তবে মাঠ থেকে সফট সিগন্যাল হিসেবে আউট বা নটআউটের সংকেত পাঠাতে হতো। টেলিভিশন আম্পায়ারের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকলেই শুধু সে সিদ্ধান্ত বদলাতেন। তবে প্রযুক্তি থাকার পরও কেন মাঠের সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে, এ নিয়ে আলোচনা অনেক আগে থেকেই।

এ ব্যাপারে ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমরা খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারেও আলোচনা করেছি, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কিছু নির্দিষ্ট জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে।’