ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে বড় ইলিশ মাছ পাওয়া যাছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //

নদী মাত্রিক দেশ আমাদের বাংলাদেশ। আমার এ দেশকে নিয়ে গর্ব করি সব সময়। নদী মাত্রিক দেশ বিধায় গর্ব করি ইলিশ মাছ সহ সব ধরনের মাছ নিয়েও।
কিন্তু সে মাছ কি আমারা পাই। আমারা সে মাছ এখন আর পাই না।
বাজারে গেলে ছোট ইলিশ মাছ ছাড়া কিছুই পাইনা। যাও কিছু পাওয়া যায় তা দাম অনেক চড়া হাতের দাম হাতের নাগালের বাহিরে।
তবে ছোট ছোট কিছু ইলিশ মাছ পাওয়া যায় বাজারে।
অন‍্য আন‍্য দেশীয় মাছ পাওয়া যায় না। কিছু অসাধু জেলেরা কারেন্ট জাল (চায়না) জাল দিয়ে ধরে ফেলে।
এ কারণে দেশীয় মাছ বংশ বৃদ্ধি করতে পারে না। তাই ইলিশসহ মাছের খুবই আকাল।
বাজারে এখন বেশি ভাগ চাষের মাছ পাওয়া যাওয়া ছাড়া কোন উপায় নেই।
বাজারের মাছ বিক্রেতা  সত্য, কানাই, পরিমল গংরা জানায়, বরিশালের বড় ইলিশ গুলো আড়ৎদার অন্যত্র দেশে বিক্রি করে ফেলে বিধায় আমারা ইলিশ মাছ পাইনা।
তারা আরো বলেন একটি সিন্ডিকেট এ কাজ গুলো করে থাকে আমাদের করার কিছু নেই। আমারা ওদের কাজ থেকে মাছ এনে বাজারে এনে বিক্রি করি।
বাজার করতে আসা নজরুল, কামাল, ঝন্টুসহ একাধিক ব‍্যাক্তিরা জানান, ফরিদপুর বাজারে একটি মাছ সিন্ডিকেট আছে ওদের নিকট আমারা জিম্মি। কেউ প্রতিবাদ করে না। তাই আমারা বড় বড় ইলিশ মাছ পাইনা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বড় ইলিশ মাছ পাওয়া যাছে না

আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //

নদী মাত্রিক দেশ আমাদের বাংলাদেশ। আমার এ দেশকে নিয়ে গর্ব করি সব সময়। নদী মাত্রিক দেশ বিধায় গর্ব করি ইলিশ মাছ সহ সব ধরনের মাছ নিয়েও।
কিন্তু সে মাছ কি আমারা পাই। আমারা সে মাছ এখন আর পাই না।
বাজারে গেলে ছোট ইলিশ মাছ ছাড়া কিছুই পাইনা। যাও কিছু পাওয়া যায় তা দাম অনেক চড়া হাতের দাম হাতের নাগালের বাহিরে।
তবে ছোট ছোট কিছু ইলিশ মাছ পাওয়া যায় বাজারে।
অন‍্য আন‍্য দেশীয় মাছ পাওয়া যায় না। কিছু অসাধু জেলেরা কারেন্ট জাল (চায়না) জাল দিয়ে ধরে ফেলে।
এ কারণে দেশীয় মাছ বংশ বৃদ্ধি করতে পারে না। তাই ইলিশসহ মাছের খুবই আকাল।
বাজারে এখন বেশি ভাগ চাষের মাছ পাওয়া যাওয়া ছাড়া কোন উপায় নেই।
বাজারের মাছ বিক্রেতা  সত্য, কানাই, পরিমল গংরা জানায়, বরিশালের বড় ইলিশ গুলো আড়ৎদার অন্যত্র দেশে বিক্রি করে ফেলে বিধায় আমারা ইলিশ মাছ পাইনা।
তারা আরো বলেন একটি সিন্ডিকেট এ কাজ গুলো করে থাকে আমাদের করার কিছু নেই। আমারা ওদের কাজ থেকে মাছ এনে বাজারে এনে বিক্রি করি।
বাজার করতে আসা নজরুল, কামাল, ঝন্টুসহ একাধিক ব‍্যাক্তিরা জানান, ফরিদপুর বাজারে একটি মাছ সিন্ডিকেট আছে ওদের নিকট আমারা জিম্মি। কেউ প্রতিবাদ করে না। তাই আমারা বড় বড় ইলিশ মাছ পাইনা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বা/খ: এসআর।