ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৫২৬ বার পড়া হয়েছে

oplus_2

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এমদাদুল হক জুটন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ পত্রে এমদাদুল হক জুটন উল্লেখ করেছেন, আমি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০২২ সালের ৩১ জানুয়ারি হতে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যাক্তিগত বিশেষ কারনে চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় অদ্য হতে (১৫ এপ্রিল) আমি স্ব ইচ্ছায় এবং স্ব জ্ঞানে উক্ত পদ হতে পদত্যাগ করলাম। আমাকে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ পত্র গ্রহন করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য মহোদয়ের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে আজ সোমবার মনোয়ন পত্র জমা দিয়েছি। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগের জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটনের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য ২১ মার্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। এতে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ১২:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এমদাদুল হক জুটন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগ পত্রে এমদাদুল হক জুটন উল্লেখ করেছেন, আমি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০২২ সালের ৩১ জানুয়ারি হতে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যাক্তিগত বিশেষ কারনে চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় অদ্য হতে (১৫ এপ্রিল) আমি স্ব ইচ্ছায় এবং স্ব জ্ঞানে উক্ত পদ হতে পদত্যাগ করলাম। আমাকে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ পত্র গ্রহন করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য মহোদয়ের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে আজ সোমবার মনোয়ন পত্র জমা দিয়েছি। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগের জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটনের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য ২১ মার্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। এতে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

 

বাখ//আর