ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / ৪৬১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোলানে নিরাপত্তা বাহিনীর ওপর ফের সন্ত্রাসীদের বোমা হামলায় কন্সটাবুলারির অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবারের (৬ মার্চ) কাছির এসএসপি মাহমুদ নোটেজাই জিও নিউজকে এ তথ্য জানান।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিস্ত্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসএসপি নোতজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হল প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যেটি গুরুত্বপূর্ণ ইভেন্টে এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

কেপি এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার সময় এই বিস্ফোরণ ঘটে। গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে আক্রমণ তীব্র হয়েছে। এছাড়া বেলুচিস্তানে বিদ্রোহীরাও তাদের সহিংস কার্যক্রম বাড়িয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা এবং শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও কাপুরুষোচিত কর্মের মাধ্যমে তারা দুষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এটি বেলুচিস্তানকে অনুন্নত রাখার ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘জনগণের সমর্থনে এই ধরনের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হবে।’

বিজেঞ্জো নিহতদের জাতীয় বীর বলে আখ্যা দেন। তিনি প্রতিশ্রুতি দেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

আপডেট সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোলানে নিরাপত্তা বাহিনীর ওপর ফের সন্ত্রাসীদের বোমা হামলায় কন্সটাবুলারির অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবারের (৬ মার্চ) কাছির এসএসপি মাহমুদ নোটেজাই জিও নিউজকে এ তথ্য জানান।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিস্ত্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসএসপি নোতজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হল প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যেটি গুরুত্বপূর্ণ ইভেন্টে এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

কেপি এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার সময় এই বিস্ফোরণ ঘটে। গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে আক্রমণ তীব্র হয়েছে। এছাড়া বেলুচিস্তানে বিদ্রোহীরাও তাদের সহিংস কার্যক্রম বাড়িয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা এবং শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও কাপুরুষোচিত কর্মের মাধ্যমে তারা দুষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এটি বেলুচিস্তানকে অনুন্নত রাখার ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘জনগণের সমর্থনে এই ধরনের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হবে।’

বিজেঞ্জো নিহতদের জাতীয় বীর বলে আখ্যা দেন। তিনি প্রতিশ্রুতি দেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।