ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • / ৪৯৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পেশাদারীত্বের সাথে দমন করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না। আমরা এইখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে ডেডবডি পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ঘুন্যতম যুদ্ধাপরাধী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ দাফনের জন্যে পিরোজপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদী অনুসারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর মাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পেশাদারীত্বের সাথে দমন করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না। আমরা এইখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে ডেডবডি পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ঘুন্যতম যুদ্ধাপরাধী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ দাফনের জন্যে পিরোজপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদী অনুসারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর মাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।