ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ধর্মঘটে অচল জার্মানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতিতে বিপর্যস্ত জার্মানির সাধারণ মানুষ। বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বড় দুটি শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটে জার্মানির গণপরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন আর বাস টার্মিনালে শুনশান নিরবতা। চরম ভোগান্তিতে যাত্রীরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সবচেয়ে বেশি বেকায়দায় ইউক্রেনের পক্ষে থাকা ইউরোপের দেশগুলো। কারণ বৈরী সম্পর্কে রাশিয়ার জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। এতে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় দিশেহারা ইউরোপবাসী।

এক পরিসংখ্যানে দেখা যায়, এক বছর আগের তুলনায় ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। কিন্তু সে তুলনায় বাড়ছে না বেতন-মজুরি। এরইমধ্যে বেতন-মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেছেন দেশটির পরিবহন খাতের কয়েক লাখ কর্মী।

জার্মানির গণপরিবহন খাতের দুটি সংগঠন ভার্ডি ও ইভিজি’র ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য গণপরিবহনের টার্মিনালগুলো। কর্মীরা কর্মবিরতি ঘোষণা দেয়ায় সর্বত্র এখন শুনশান নিরবতা। এতে বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা। এরইমধ্যে মিউনিখ বিমানরন্দরের অনেক ফ্লাইট অনিশ্চিত হয়ে পড়েছে। যার কারণে প্রায় ৩ লাখ ৮০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিকে কয়েক দশকের মধ্যে ইউরোপের জন্য সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

ভার্ডি ইউনিয়নের প্রায় ২৫ লাখ সদস্য ট্রান্সপের্ট ও বিমানবন্দরসহ পাবলিক সেক্টরে কাজ করেন। তাদের কর্মীদের জন্য ১০ দশমিক ৫ শতাংশ বা ৫শ’ ইউরো বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

অন্যদিকে ইভিজি ইউনিয়নের ২ লাখ ৩০ হাজার সদস্য জার্মানির জাতীয় রেল অপারেটর প্রতিষ্ঠান ডায়েচে বান এবং বিভিন্ন বাস কোম্পানীতে কাজ করেন। যারা ১২ শতাংশ বা ৬৫০ ইউরো বেতন বৃদ্ধির দাবি করছে। আর এই ধর্মঘটের মধ্য দিয়ে কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছাবে বলে প্রত্যাশা কর্মীদের।

নিউজটি শেয়ার করুন

ধর্মঘটে অচল জার্মানি

আপডেট সময় : ০৯:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতিতে বিপর্যস্ত জার্মানির সাধারণ মানুষ। বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বড় দুটি শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটে জার্মানির গণপরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন আর বাস টার্মিনালে শুনশান নিরবতা। চরম ভোগান্তিতে যাত্রীরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সবচেয়ে বেশি বেকায়দায় ইউক্রেনের পক্ষে থাকা ইউরোপের দেশগুলো। কারণ বৈরী সম্পর্কে রাশিয়ার জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। এতে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় দিশেহারা ইউরোপবাসী।

এক পরিসংখ্যানে দেখা যায়, এক বছর আগের তুলনায় ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। কিন্তু সে তুলনায় বাড়ছে না বেতন-মজুরি। এরইমধ্যে বেতন-মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেছেন দেশটির পরিবহন খাতের কয়েক লাখ কর্মী।

জার্মানির গণপরিবহন খাতের দুটি সংগঠন ভার্ডি ও ইভিজি’র ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য গণপরিবহনের টার্মিনালগুলো। কর্মীরা কর্মবিরতি ঘোষণা দেয়ায় সর্বত্র এখন শুনশান নিরবতা। এতে বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা। এরইমধ্যে মিউনিখ বিমানরন্দরের অনেক ফ্লাইট অনিশ্চিত হয়ে পড়েছে। যার কারণে প্রায় ৩ লাখ ৮০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিকে কয়েক দশকের মধ্যে ইউরোপের জন্য সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

ভার্ডি ইউনিয়নের প্রায় ২৫ লাখ সদস্য ট্রান্সপের্ট ও বিমানবন্দরসহ পাবলিক সেক্টরে কাজ করেন। তাদের কর্মীদের জন্য ১০ দশমিক ৫ শতাংশ বা ৫শ’ ইউরো বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

অন্যদিকে ইভিজি ইউনিয়নের ২ লাখ ৩০ হাজার সদস্য জার্মানির জাতীয় রেল অপারেটর প্রতিষ্ঠান ডায়েচে বান এবং বিভিন্ন বাস কোম্পানীতে কাজ করেন। যারা ১২ শতাংশ বা ৬৫০ ইউরো বেতন বৃদ্ধির দাবি করছে। আর এই ধর্মঘটের মধ্য দিয়ে কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছাবে বলে প্রত্যাশা কর্মীদের।