ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছে। বিএনপি শুধু জ্বালাও-পোড়াও আর মানুষ খুন করেছে। বুধবার (৯ই আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আকাঙ্খা ছিল দেশের একটি মানুষও অবহেলিত থাকবে না, সেটাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা জনগণের জন্য জন্য কাজ করি। এদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমাদের একটি বিরোধী দল আছে, মানুষ খুন, অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দেয়া, পুলিশকে মারাই হচ্ছে তাদের কাজ। জাতির পিতাকে হত্যার পর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ কথা বলতে পারতো না।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সমমনা দলগুলো দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। মানুষ আজ তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা ছবিসহ ভোটার তালিকা করেছি যাতে কেউ অন্যের ভোট চুরি করতে না পারে। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি। বিএনপি বোমা হামলা, গ্রেনেড হামলা ছাড়া কিছুই বোঝে না। তারা ৩ হাজার ৮০০ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মানুষের জন্য তাদের কোনো চিন্তা নেই। তারা ক্ষমতায় থেকে দুর্নীতি, লুটপাট, অস্ত্র চোরাচালন করে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কারণ যত বিদ্যুৎ কম অপচয় করবেন তত বেশি সাশ্রয় হবে। পানির ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আশ্রয়ণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়, যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪টি এবং এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াবে ২১টিতে।

আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায় এবং ২২ মার্চ, ২০২৩-এ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

২৩ জানুয়ারি, ২০২১-এ প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন ২০২১-এ দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষ-এর সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। আরও ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মাধ্যমে, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট সংখ্যা দাঁড়াবে ২,৩৮,৮৫১টি।

নিউজটি শেয়ার করুন

‘দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার’

আপডেট সময় : ১২:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছে। বিএনপি শুধু জ্বালাও-পোড়াও আর মানুষ খুন করেছে। বুধবার (৯ই আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আকাঙ্খা ছিল দেশের একটি মানুষও অবহেলিত থাকবে না, সেটাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা জনগণের জন্য জন্য কাজ করি। এদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমাদের একটি বিরোধী দল আছে, মানুষ খুন, অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দেয়া, পুলিশকে মারাই হচ্ছে তাদের কাজ। জাতির পিতাকে হত্যার পর জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ কথা বলতে পারতো না।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সমমনা দলগুলো দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। মানুষ আজ তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা ছবিসহ ভোটার তালিকা করেছি যাতে কেউ অন্যের ভোট চুরি করতে না পারে। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি। বিএনপি বোমা হামলা, গ্রেনেড হামলা ছাড়া কিছুই বোঝে না। তারা ৩ হাজার ৮০০ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মানুষের জন্য তাদের কোনো চিন্তা নেই। তারা ক্ষমতায় থেকে দুর্নীতি, লুটপাট, অস্ত্র চোরাচালন করে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কারণ যত বিদ্যুৎ কম অপচয় করবেন তত বেশি সাশ্রয় হবে। পানির ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আশ্রয়ণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়, যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪টি এবং এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াবে ২১টিতে।

আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায় এবং ২২ মার্চ, ২০২৩-এ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

২৩ জানুয়ারি, ২০২১-এ প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন ২০২১-এ দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষ-এর সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। আরও ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মাধ্যমে, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট সংখ্যা দাঁড়াবে ২,৩৮,৮৫১টি।