ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুই কমান্ডারসহ ৩ হিজবুল্লাহ সদস্য হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই কমান্ডারসহ তিনজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে গতকাল মঙ্গলবার এই বিমান হামলা চালানো হয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ড্রোন হামলার পর লেবাননের সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে আইন বাল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে বিমান হামলার কথা। হিজবুল্লাহর উপকূলীয় এলাকার এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আইডিএফ। নিহত কমান্ডারের নাম ইসমাইল ইউসেফ বাজ। তিনি একজন হিজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর কয়েক ব্যবধানে চেহাবিয়েহ শহরে একটি গাড়িতে আরেকটি ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যা করার খবর জানানো হয়। আইডিএফ বলছে, তাদের একজনের নাম মুহম্মদ শাহৌরি। আরেকজনের নাম মাহমুদ ফাদলাল্লাহ।

গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি। এই কয়েক মাসে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

দুই কমান্ডারসহ ৩ হিজবুল্লাহ সদস্য হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

লেবাননে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই কমান্ডারসহ তিনজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে গতকাল মঙ্গলবার এই বিমান হামলা চালানো হয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ড্রোন হামলার পর লেবাননের সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে আইন বাল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে বিমান হামলার কথা। হিজবুল্লাহর উপকূলীয় এলাকার এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আইডিএফ। নিহত কমান্ডারের নাম ইসমাইল ইউসেফ বাজ। তিনি একজন হিজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর কয়েক ব্যবধানে চেহাবিয়েহ শহরে একটি গাড়িতে আরেকটি ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যা করার খবর জানানো হয়। আইডিএফ বলছে, তাদের একজনের নাম মুহম্মদ শাহৌরি। আরেকজনের নাম মাহমুদ ফাদলাল্লাহ।

গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি। এই কয়েক মাসে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটছে।