ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জলবায়ু ঘাতসহিষ্ণু শস্যের ১০ জাত উদ্ভাবিত হয়েছে: সংসদে কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা করছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি ৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে।

নিম্নে প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু উদ্ভাবিত জাতের তালিকা দেওয়া হলো :

১. গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (জুলাই, ২০১৫ – জুন, ২০২০) – (বিএআরআই)।

২. বাংলাদেশে তেলবীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) (এপ্রিল ২০১৬ ডিসেম্বর ২০১১)- (বিএআরআই)

৩. বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ (১ম সংশোধিত), (অক্টোবর, ২০১৭ মার্চ, ২০২৩)- (বিএআরআই)

৪. ‘পরমাণু কৌশলের মাধ্যমে হাওড়, চরাঞ্চল, লবণাক্ত ও পাহাড়ি এলাকা উপযোগী জলবায়ু পরিবর্তন সহনশীল জাত ও লাভজনক ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন এবং বিভিন্ন অঞ্চলে অভিযোজন’ প্রকল্প- (বিনা)

৫. জিওবি এর অর্থায়নে ‘অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্প- (ব্রি)

৬. কৃষি গবেষণা ফাউন্ডেশন-এর অর্থায়নে পরিচালিত ‘ডেভেলপমেন্ট অব শর্ট ডিওরেশন কোল্ড টলারেন্ট রাইস ফর হাওর এরিয়াস অব বাংলাদেশ’ প্রকল্প- (ব্রি)

৭. এনএটিপি-২ এর অর্থায়নে পরিচালিত ‘ডিএনএ মেকার-অ্যাসিস্টেড ব্রিডিং ফর প্রডিউসিং হাইলি স্ট্রেস টলারেন্ট এলিট রাইস ভ্যারাইটিস ফর কোস্টাল বাংলাদেশ বাই ইন্ট্রোগ্রেশন অব মাল্টিপল সল্ট লকি (কিউটিএলএস) ইন্টু কমার্শিয়াল কাল্টিভার্স’ প্রকল্প- (ব্রি)

কৃষিমন্ত্রী আরো জানান, উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত পতিত জমিতে লবণাক্ততা সহনশীল উচ্চ ফলনশীল বোরো ধান যেমন ব্রি ধান৪৭, ব্রি ধান৬৭, ব্রি ধান৯৭ ও ব্রি ধান১৯ জাতগুলো বিস্তারের মাধ্যমে পতিত জমি ধান চাষের আওতায় আনা সম্ভব হয়েছে যা দেশের মোট ধান উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে। এ কার্যক্রম বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

জলবায়ু ঘাতসহিষ্ণু শস্যের ১০ জাত উদ্ভাবিত হয়েছে: সংসদে কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা করছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি ৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে।

নিম্নে প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু উদ্ভাবিত জাতের তালিকা দেওয়া হলো :

১. গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (জুলাই, ২০১৫ – জুন, ২০২০) – (বিএআরআই)।

২. বাংলাদেশে তেলবীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) (এপ্রিল ২০১৬ ডিসেম্বর ২০১১)- (বিএআরআই)

৩. বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ (১ম সংশোধিত), (অক্টোবর, ২০১৭ মার্চ, ২০২৩)- (বিএআরআই)

৪. ‘পরমাণু কৌশলের মাধ্যমে হাওড়, চরাঞ্চল, লবণাক্ত ও পাহাড়ি এলাকা উপযোগী জলবায়ু পরিবর্তন সহনশীল জাত ও লাভজনক ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন এবং বিভিন্ন অঞ্চলে অভিযোজন’ প্রকল্প- (বিনা)

৫. জিওবি এর অর্থায়নে ‘অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্প- (ব্রি)

৬. কৃষি গবেষণা ফাউন্ডেশন-এর অর্থায়নে পরিচালিত ‘ডেভেলপমেন্ট অব শর্ট ডিওরেশন কোল্ড টলারেন্ট রাইস ফর হাওর এরিয়াস অব বাংলাদেশ’ প্রকল্প- (ব্রি)

৭. এনএটিপি-২ এর অর্থায়নে পরিচালিত ‘ডিএনএ মেকার-অ্যাসিস্টেড ব্রিডিং ফর প্রডিউসিং হাইলি স্ট্রেস টলারেন্ট এলিট রাইস ভ্যারাইটিস ফর কোস্টাল বাংলাদেশ বাই ইন্ট্রোগ্রেশন অব মাল্টিপল সল্ট লকি (কিউটিএলএস) ইন্টু কমার্শিয়াল কাল্টিভার্স’ প্রকল্প- (ব্রি)

কৃষিমন্ত্রী আরো জানান, উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত পতিত জমিতে লবণাক্ততা সহনশীল উচ্চ ফলনশীল বোরো ধান যেমন ব্রি ধান৪৭, ব্রি ধান৬৭, ব্রি ধান৯৭ ও ব্রি ধান১৯ জাতগুলো বিস্তারের মাধ্যমে পতিত জমি ধান চাষের আওতায় আনা সম্ভব হয়েছে যা দেশের মোট ধান উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে। এ কার্যক্রম বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।