ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জয়ের দ্বারপ্রান্তে গার্দিওলার ম্যান সিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: শেষ মুহর্তের প্রস্তুতিতে ব্যস্ত ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ইউরোপ সেরা হতে মরিয়া দুই দল। ফাইনালের ছক কষছেন দুই কোচ পেপ গার্দিওলা ও সিমোনে ইনজাঘি। সিটিকে এগিয়ে রাখছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে।

ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবলের মতে এখন বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তকমা নয় অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা এবার ঘরে তুলতে চায় সিটিজেনরা। সিরিয়াস কোচ পেপ গার্দিওলা। ফাইনালের আগে তাই ফুটবলারদের ম্যাচে শতভাগ মনযোগী হতে বলেছেন স্প্যানিশ কোচ।

টানা তৃতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে ম্যান সিটি। কিন্তু ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপিয়ান জায়ান্ট হবার পথে একটা বাধা রয়েই গেছে। দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান কম্পিটিশনে ভালো করলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এখনও।

ফাইনালের প্রতিপক্ষ তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক সময়ের ফর্ম এবং দলের শক্তির বিবেচনায় ঢের এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাই ফাইনালে ফেভারিট গার্দিওলার দল। কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও এগিয়ে রাখছেন ম্যান সিটিকে বলছেন, চ্যাম্পিয়ন হবে সিটি।

অনুশীলনে মনোযোগী সিটিজেনরা। নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ডি ব্রুইন-হল্যান্ড-ফোডেনরা। কাইল ওয়াকারের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ পেপ গার্দিওলা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই ম্যান সিটির এক সমর্থক ট্যাটু করিয়েছেন ট্রেবল জয়ের। দলের উপর আত্মবিশ্বাসে রেখে প্রিমিয়ার লিগ, এফ এ কাপের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এঁকেছেন পায়ে।

অন্যদিকে এবারের আসরে একযুগের শিরোপা খড়া কাটাতে মরিয়া ইন্টার মিলান। কোচ সিমোনে ইনজাঘি বলেছেন ম্যান সিটি দুর্বলতাগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে চায় তার দল এবং সেভাবেই ছক কষছেন এই ইতালিয়ান কোচ। সিরি আ তে চলতি মৌসুমে তিনে থেকে শেষ করেছে ইন্টার। সবশেষ ১২ ম্যাচে মধ্যে মাত্র এক হারে আত্মবিশ্বাসী নেরাৎজুরিরা।

মিলানের কেন্দ্রস্থল সেজেছে ইন্টারের কালো-নীল রঙ্গে। ফাইনাল পর্যন্ত সমর্থকদের জন্য এমন সাজিয়ে রাখবে কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগ এর আগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। তবে এছাড়া দু দেখায় একটি করে জয় দু দলের। কার হাতে উঠবে ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি সেটিই এখন দেখার পালা!

নিউজটি শেয়ার করুন

জয়ের দ্বারপ্রান্তে গার্দিওলার ম্যান সিটি

আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ক্রীড়া ডেস্ক: শেষ মুহর্তের প্রস্তুতিতে ব্যস্ত ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ইউরোপ সেরা হতে মরিয়া দুই দল। ফাইনালের ছক কষছেন দুই কোচ পেপ গার্দিওলা ও সিমোনে ইনজাঘি। সিটিকে এগিয়ে রাখছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে।

ব্র্যান্ড ফাইন্যান্স ফুটবলের মতে এখন বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তকমা নয় অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা এবার ঘরে তুলতে চায় সিটিজেনরা। সিরিয়াস কোচ পেপ গার্দিওলা। ফাইনালের আগে তাই ফুটবলারদের ম্যাচে শতভাগ মনযোগী হতে বলেছেন স্প্যানিশ কোচ।

টানা তৃতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে ম্যান সিটি। কিন্তু ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপিয়ান জায়ান্ট হবার পথে একটা বাধা রয়েই গেছে। দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান কম্পিটিশনে ভালো করলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এখনও।

ফাইনালের প্রতিপক্ষ তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক সময়ের ফর্ম এবং দলের শক্তির বিবেচনায় ঢের এগিয়ে ম্যানচেস্টার সিটি। তাই ফাইনালে ফেভারিট গার্দিওলার দল। কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও এগিয়ে রাখছেন ম্যান সিটিকে বলছেন, চ্যাম্পিয়ন হবে সিটি।

অনুশীলনে মনোযোগী সিটিজেনরা। নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ডি ব্রুইন-হল্যান্ড-ফোডেনরা। কাইল ওয়াকারের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ পেপ গার্দিওলা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেই ম্যান সিটির এক সমর্থক ট্যাটু করিয়েছেন ট্রেবল জয়ের। দলের উপর আত্মবিশ্বাসে রেখে প্রিমিয়ার লিগ, এফ এ কাপের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এঁকেছেন পায়ে।

অন্যদিকে এবারের আসরে একযুগের শিরোপা খড়া কাটাতে মরিয়া ইন্টার মিলান। কোচ সিমোনে ইনজাঘি বলেছেন ম্যান সিটি দুর্বলতাগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে চায় তার দল এবং সেভাবেই ছক কষছেন এই ইতালিয়ান কোচ। সিরি আ তে চলতি মৌসুমে তিনে থেকে শেষ করেছে ইন্টার। সবশেষ ১২ ম্যাচে মধ্যে মাত্র এক হারে আত্মবিশ্বাসী নেরাৎজুরিরা।

মিলানের কেন্দ্রস্থল সেজেছে ইন্টারের কালো-নীল রঙ্গে। ফাইনাল পর্যন্ত সমর্থকদের জন্য এমন সাজিয়ে রাখবে কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগ এর আগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। তবে এছাড়া দু দেখায় একটি করে জয় দু দলের। কার হাতে উঠবে ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি সেটিই এখন দেখার পালা!