ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চীনের সঙ্গে বাণিজ্যের রুট দখল করলো মিয়ানমারের বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার চীনের সঙ্গে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট দখলে নেয়ার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীরা। গত ২১ দিনে সামরিক সরকারের নয়টি ব্যাটেলিয়নের সদর দপ্তর ও ৫০টি ঘাঁটি দখলে নিয়েছে কাচিন পিপলস ডিফেন্স ফোর্সেস ও মিত্রগোষ্ঠীগুলো। এরপরই পরবর্তী লক্ষ্য হিসেবে মোমাইক শহরের মিয়ানমার চীনের মধ্যকার বাণিজ্য রুটটিতে হামলা জোরদার করেছে পিডিএফ।

গত ৭ই মার্চ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ, কাচিন পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ, আরাকান আর্মি-এএ এবং অন্যান্য গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে তাদের আক্রমণ শুরু করে। এক সপ্তাহের লড়াইয়ে তানাই, সুমপ্রাবুম, ওয়াংমাউ, মোমাউক, মানসি টাউনশিপ এবং ডটফোনিয়ান সাব-টাউনশিপে ঘাঁটি এবং ফাঁড়ি দখল করে। সর্বশেষ এই সপ্তাহে মোমাউক শহরের সীমান্ত-বাণিজ্য শহর লুয়েগেল এর চারপাশে ছয়টি ফাঁড়ির দখল নিয়েছে তারা।

এক বিবৃতিতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ জানিয়েছে, লুয়েগেল চীনের সাথে কাচিন সীমান্ত বাণিজ্যের পাঁচটি প্রধান ঘাঁটির একটি। এটি সম্পূর্ণ দখলে নিতে আর মাত্র দুটি সামরিক অবস্থান দখলে নিতে হবে তাদের।

নিউজটি শেয়ার করুন

চীনের সঙ্গে বাণিজ্যের রুট দখল করলো মিয়ানমারের বিদ্রোহীরা

আপডেট সময় : ০২:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এবার চীনের সঙ্গে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট দখলে নেয়ার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীরা। গত ২১ দিনে সামরিক সরকারের নয়টি ব্যাটেলিয়নের সদর দপ্তর ও ৫০টি ঘাঁটি দখলে নিয়েছে কাচিন পিপলস ডিফেন্স ফোর্সেস ও মিত্রগোষ্ঠীগুলো। এরপরই পরবর্তী লক্ষ্য হিসেবে মোমাইক শহরের মিয়ানমার চীনের মধ্যকার বাণিজ্য রুটটিতে হামলা জোরদার করেছে পিডিএফ।

গত ৭ই মার্চ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ, কাচিন পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ, আরাকান আর্মি-এএ এবং অন্যান্য গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে তাদের আক্রমণ শুরু করে। এক সপ্তাহের লড়াইয়ে তানাই, সুমপ্রাবুম, ওয়াংমাউ, মোমাউক, মানসি টাউনশিপ এবং ডটফোনিয়ান সাব-টাউনশিপে ঘাঁটি এবং ফাঁড়ি দখল করে। সর্বশেষ এই সপ্তাহে মোমাউক শহরের সীমান্ত-বাণিজ্য শহর লুয়েগেল এর চারপাশে ছয়টি ফাঁড়ির দখল নিয়েছে তারা।

এক বিবৃতিতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি-কেআইএ জানিয়েছে, লুয়েগেল চীনের সাথে কাচিন সীমান্ত বাণিজ্যের পাঁচটি প্রধান ঘাঁটির একটি। এটি সম্পূর্ণ দখলে নিতে আর মাত্র দুটি সামরিক অবস্থান দখলে নিতে হবে তাদের।