ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গলাচিপা খাদ্যগুদামে চাল সরবরাহে অব্যবস্থাপনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি //

চরম অব্যবস্থানার মধ্য দিয়ে গলাচিপা খাদ্য গুদামে চাল সরবরাহ করা হচ্ছে। গত বুধবার খুলনা থেকে এম বি হাক্কানী-১ নামের একটি জাহাজে ৩০০ মেট্রিকটন চাল নিয়ে গলাচিপা খাদ্যগুদামে এসে নোঙর করে। কিন্তু ওই জাহাজের অধিকাংশ চালের বস্তাই ছেড়া-ফাটা রয়েছে। ফলে সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সুবিধাভোগীরা প্রতিনিয়তই নির্ধারিত ৩০ কেজি চাল থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা মোট চাল বুঝে নিব। সরবরাহকারী প্রতিষ্ঠান আবার ফ্রেশ বস্তাই আমাদের বুঝিয়ে দিবেন।
সরেজমিনে দেখা গেছে, খুলনা খাদ্য গুদাম থেকে ৩০০ মেট্রিক টন চাল নিয়ে গলাচিপা গুদামের ঘাটে (বর্তমানে আটখালী ঘাট) এমবি হাক্কানী-১ নামের জাহাজটি আসে। জাহাজ থেকে চাল সরবরাহের সময় দেখা যায় অধিকাংশ বস্তা ছেড়া, ফাটা, আবার কোন বস্তায় চাল নেই সব জাহাজের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। সেখান থেকেই আবার ট্রাকে করে গুদামে চাল নিয়ে আসা হচ্ছে। এতে করে সুবিধাভোগীরা সরকারের দেওয়া ৩০ কেজি চাল সব সময় পায়না এবং এ নিয়ে প্রায়শই ঝামেলা লেগেই থাকে।
এ বিষয় এমবি হাক্কানী-১ জাহাজের মাস্টার মিলন বলেন, খুলনা থেকে আমদের কাছে যেমন দিয়েছে আমরা সে ভাবেই নিয়ে এসেছি। অনেক সময় হুক দিয়ে বস্তা তোলার কারণে ছিঁড়ে যায়। আমরা মোট চাল বুঝিয়ে দেই।
এ প্রসঙ্গে গলাচিপা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা জাহাজ থেকে আমাদের ৩০০ মেট্রিক টন চাল বুঝে নিব। তবে কিছু বস্তা ছোড়া-ফাটা থাকতে পারে। তা সংশ্লিষ্টরা আবার নতুন করে প্যাকিং করে দিবে। সব বস্তায় ৩০ কেজি করে চাল সমান দেওয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে বলেন, সমান দেওয়া হয়। তবে কিছু হয়তো কম বেশি হতে পারে। তবে মোট চাল ঠিক থাকবে।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

গলাচিপা খাদ্যগুদামে চাল সরবরাহে অব্যবস্থাপনা

আপডেট সময় : ০৮:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

// মাজহারুল ইসলাম মলি, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি //

চরম অব্যবস্থানার মধ্য দিয়ে গলাচিপা খাদ্য গুদামে চাল সরবরাহ করা হচ্ছে। গত বুধবার খুলনা থেকে এম বি হাক্কানী-১ নামের একটি জাহাজে ৩০০ মেট্রিকটন চাল নিয়ে গলাচিপা খাদ্যগুদামে এসে নোঙর করে। কিন্তু ওই জাহাজের অধিকাংশ চালের বস্তাই ছেড়া-ফাটা রয়েছে। ফলে সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সুবিধাভোগীরা প্রতিনিয়তই নির্ধারিত ৩০ কেজি চাল থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা মোট চাল বুঝে নিব। সরবরাহকারী প্রতিষ্ঠান আবার ফ্রেশ বস্তাই আমাদের বুঝিয়ে দিবেন।
সরেজমিনে দেখা গেছে, খুলনা খাদ্য গুদাম থেকে ৩০০ মেট্রিক টন চাল নিয়ে গলাচিপা গুদামের ঘাটে (বর্তমানে আটখালী ঘাট) এমবি হাক্কানী-১ নামের জাহাজটি আসে। জাহাজ থেকে চাল সরবরাহের সময় দেখা যায় অধিকাংশ বস্তা ছেড়া, ফাটা, আবার কোন বস্তায় চাল নেই সব জাহাজের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। সেখান থেকেই আবার ট্রাকে করে গুদামে চাল নিয়ে আসা হচ্ছে। এতে করে সুবিধাভোগীরা সরকারের দেওয়া ৩০ কেজি চাল সব সময় পায়না এবং এ নিয়ে প্রায়শই ঝামেলা লেগেই থাকে।
এ বিষয় এমবি হাক্কানী-১ জাহাজের মাস্টার মিলন বলেন, খুলনা থেকে আমদের কাছে যেমন দিয়েছে আমরা সে ভাবেই নিয়ে এসেছি। অনেক সময় হুক দিয়ে বস্তা তোলার কারণে ছিঁড়ে যায়। আমরা মোট চাল বুঝিয়ে দেই।
এ প্রসঙ্গে গলাচিপা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা জাহাজ থেকে আমাদের ৩০০ মেট্রিক টন চাল বুঝে নিব। তবে কিছু বস্তা ছোড়া-ফাটা থাকতে পারে। তা সংশ্লিষ্টরা আবার নতুন করে প্যাকিং করে দিবে। সব বস্তায় ৩০ কেজি করে চাল সমান দেওয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে বলেন, সমান দেওয়া হয়। তবে কিছু হয়তো কম বেশি হতে পারে। তবে মোট চাল ঠিক থাকবে।

বা/খ: এসআর।