ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খুলনার অদ্ভুত সিদ্ধান্তে অধিনায়ক ইয়াসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

মাঠে গড়ানোর আগে থেকেই বেশ ভালোই চমক দেখাচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের বৃহৎ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে দলগুলোর অব্যবস্থাপনা, বিসিবির হেয়ালিপনা বেশ চমক জাগিয়েছে দর্শকদের মধ্যে। এরপর অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও চমক দেখাচ্ছে দলগুলো।

তবে সবচেয়ে বেশি চমক জাগানিয়া সিদ্ধান্ত বোধ হয় নিয়েছে খুলনা টাইগার্স। দলটিতে নেতৃত্ব দেওয়ার জন্য অভিজ্ঞ খুলনা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল থাকা সত্ত্বেও দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তরুণ ইয়াসির আলী রাব্বি। ঘরোয়া ক্রিকেটেও এই ক্রিকেটারকে নিয়মিত নেতৃত্ব দিতে দেখা যায়নি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে খুলনার টিম ম্যানেজমেন্ট।

দারুণ সব ক্রিকেটার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে খুলনা। নাসিম শাহ-ফখর জামানদের মতো ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, ইয়াসির আলী, নাসুম আহমেদের মতো তারকারাও আছেন। তবে খুলনার স্কোয়াডে বিদেশিদের মধ্যে পাকিস্তানের আধিক্য বেশি থাকায় খুলনাকে বিপদে পড়তে হবে। কেননা পাকিস্তান সুপার লিগের কারণে বিপিএলের মাঝপথেই পাকিস্তানি ক্রিকেটারদের চলে যেতে হবে।

তবে তাদের কাউকে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়ার জন্য ভাবেনি ফ্র্যাঞ্চাইজি। এমনকি সাব্বির রহমান রুম্মন কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনকেও অধিনায়ক হিসেবে নির্বাচিত করেনি দলটি। বরং নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইয়াসির রাব্বিকে। যিনি কিনা টি-টোয়েন্টি দলে নিজের জায়গাটাই এখনও পুরোপুরি পাকা করতে পারেননি।

খুলনা টাইগার্স অধিনায়ক নির্বাচনের সময় হিসেবে বেছে নিয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন। অবশ্য দলটি প্রথম দিনই মাঠে নামছে না। যার ফলে অধিনায়ক দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় অবশ্য পাবেন।

দেশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে খুলনার একাদশে ছিলেন কেবল তামিম ইকবাল। তামিম অধিনায়কত্ব করতে না চাওয়াতেই মূলত ইয়াসিরকে দায়িত্ব নিতে হচ্ছে। যদিও খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, তরুণদের প্রতিভা বিকশিত করতেই ইয়াসিরের মতো তরুণকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ইয়াসিরকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম, শুক্রবার থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ঘোষণা আছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি- আমাদের অধিনায়ক হবেন ইয়াসির আলী রাব্বি।

ইয়াসিরকে অধিনায়ক করার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, তাকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য।

খুলনার স্কোয়াড

তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্ডো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ফন মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, শারজিল খান, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি।

নিউজটি শেয়ার করুন

খুলনার অদ্ভুত সিদ্ধান্তে অধিনায়ক ইয়াসির

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মাঠে গড়ানোর আগে থেকেই বেশ ভালোই চমক দেখাচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের বৃহৎ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে দলগুলোর অব্যবস্থাপনা, বিসিবির হেয়ালিপনা বেশ চমক জাগিয়েছে দর্শকদের মধ্যে। এরপর অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও চমক দেখাচ্ছে দলগুলো।

তবে সবচেয়ে বেশি চমক জাগানিয়া সিদ্ধান্ত বোধ হয় নিয়েছে খুলনা টাইগার্স। দলটিতে নেতৃত্ব দেওয়ার জন্য অভিজ্ঞ খুলনা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল থাকা সত্ত্বেও দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তরুণ ইয়াসির আলী রাব্বি। ঘরোয়া ক্রিকেটেও এই ক্রিকেটারকে নিয়মিত নেতৃত্ব দিতে দেখা যায়নি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে খুলনার টিম ম্যানেজমেন্ট।

দারুণ সব ক্রিকেটার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে খুলনা। নাসিম শাহ-ফখর জামানদের মতো ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, ইয়াসির আলী, নাসুম আহমেদের মতো তারকারাও আছেন। তবে খুলনার স্কোয়াডে বিদেশিদের মধ্যে পাকিস্তানের আধিক্য বেশি থাকায় খুলনাকে বিপদে পড়তে হবে। কেননা পাকিস্তান সুপার লিগের কারণে বিপিএলের মাঝপথেই পাকিস্তানি ক্রিকেটারদের চলে যেতে হবে।

তবে তাদের কাউকে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়ার জন্য ভাবেনি ফ্র্যাঞ্চাইজি। এমনকি সাব্বির রহমান রুম্মন কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনকেও অধিনায়ক হিসেবে নির্বাচিত করেনি দলটি। বরং নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইয়াসির রাব্বিকে। যিনি কিনা টি-টোয়েন্টি দলে নিজের জায়গাটাই এখনও পুরোপুরি পাকা করতে পারেননি।

খুলনা টাইগার্স অধিনায়ক নির্বাচনের সময় হিসেবে বেছে নিয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন। অবশ্য দলটি প্রথম দিনই মাঠে নামছে না। যার ফলে অধিনায়ক দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় অবশ্য পাবেন।

দেশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে খুলনার একাদশে ছিলেন কেবল তামিম ইকবাল। তামিম অধিনায়কত্ব করতে না চাওয়াতেই মূলত ইয়াসিরকে দায়িত্ব নিতে হচ্ছে। যদিও খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, তরুণদের প্রতিভা বিকশিত করতেই ইয়াসিরের মতো তরুণকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ইয়াসিরকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম, শুক্রবার থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ঘোষণা আছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি- আমাদের অধিনায়ক হবেন ইয়াসির আলী রাব্বি।

ইয়াসিরকে অধিনায়ক করার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, তাকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য।

খুলনার স্কোয়াড

তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্ডো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ফন মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, শারজিল খান, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি।