ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম, ২ বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। মঙ্গলবার (২ এপ্রিল) প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৯ মার্কিন ডলারে। যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) এ তথ্য জানিয়েছে। তেলের দাম বাড়ার জন্য মধ্যপ্রচ্যের সংকটকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছে, দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা ও তেহরানের প্রতিশোধ নেওয়ার হুমকি তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী।

আইসিইয়ের তথ্যমতে, সোমবার থেকে আজ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশ পর্যন্ত। সোমবার শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছিল ৮৯ দশমিক শূন্য ৬০ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারে উঠেছে।

এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি ইরান রেভ্যুলেশনারি গার্ডসের। নিহতদের মধ্যে তিনজন এলিট ফোর্স কুদসের সদস্য বলে জানা গেছে। সোমবারের এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান।

হামাসকে তেহরানের সমর্থনের কারণে ইসরায়েল বার বার সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও ইসরায়েল সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলার পেছনে ইসরায়েল ছিল বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে যেতে পারে এমন শঙ্কায় বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়েই চলছে। তেল উৎপাদন ও বৈশ্বিক বাজারে তা পৌঁছানোর অন্যমত রুট এই অঞ্চল। মার্চে লোহিত সাগরে বণিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পরে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৫ ডলারে পৌঁছায়।

গাজা উপত্যকায় চলা সংঘাতে ইরান সরাসরি যুক্ত হলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছাবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সূত্র: আরটি

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম, ২ বছরের মধ্যে সর্বোচ্চ

আপডেট সময় : ০৯:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। মঙ্গলবার (২ এপ্রিল) প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৯ মার্কিন ডলারে। যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) এ তথ্য জানিয়েছে। তেলের দাম বাড়ার জন্য মধ্যপ্রচ্যের সংকটকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছে, দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা ও তেহরানের প্রতিশোধ নেওয়ার হুমকি তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী।

আইসিইয়ের তথ্যমতে, সোমবার থেকে আজ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশ পর্যন্ত। সোমবার শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছিল ৮৯ দশমিক শূন্য ৬০ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারে উঠেছে।

এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি ইরান রেভ্যুলেশনারি গার্ডসের। নিহতদের মধ্যে তিনজন এলিট ফোর্স কুদসের সদস্য বলে জানা গেছে। সোমবারের এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান।

হামাসকে তেহরানের সমর্থনের কারণে ইসরায়েল বার বার সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও ইসরায়েল সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই হামলার পেছনে ইসরায়েল ছিল বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলা সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে যেতে পারে এমন শঙ্কায় বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়েই চলছে। তেল উৎপাদন ও বৈশ্বিক বাজারে তা পৌঁছানোর অন্যমত রুট এই অঞ্চল। মার্চে লোহিত সাগরে বণিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পরে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৫ ডলারে পৌঁছায়।

গাজা উপত্যকায় চলা সংঘাতে ইরান সরাসরি যুক্ত হলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছাবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সূত্র: আরটি