পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি :
২৩ জানুয়ারি সোমবার সকালে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ বিভন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ।
ওই প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট সমূহ হলো ১০০ মিটার দৌড় , দীর্ঘ লাফ, রশি ঘুরানো, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, মোড়গ লড়াই, চকলেট দৌড় ও মোমবাতি দৌড় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বা/খ: এসআর।