জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (ইউআরসি) হাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল, ‘দি রোল অফ ক্যাপিটাল মার্কেট ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ’। বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার ও অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়ার তত্ত্বাবধানে তিনি এ গবেষণা কোর্স সম্পন্ন করেন।
তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর বানিয়াপাড়া গ্রামে ১৯৭৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মৃত কুবাত আলী ও করিমন নেছার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় সন্তান। ১৯৯১ সালে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৩ সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৯৩-৯৪ইং শিক্ষাবর্ষে একই কলেজ থেকে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
২০০৩ সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এইউইও) যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এবং একই উপজেলায় ২০০৫ সালে সহকারী ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ১ নভেম্বর থেকে তিনি পাবনার সাঁথিয়ায় ইউআরসিতে ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।