নিজস্ব প্রতিবেদক :
২৩ জানুয়ারি বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ জুয়েল স্টোরের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিছ ইয়াবা, নগদ ১১ হাজার টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সলঙ্গার চক গোবিন্দপুর মহল্লার মৃত আঃ কাইয়ুম সরকারের ছেলে মোঃ রাকিব হাসান ওরফে রনি (২৮) বলে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবাসায়ী দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
বা/খ : এসআর।