ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু ভোট করা সম্ভব নয়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। আজ সোমবার নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় কেউ যেন অনিয়ম করতে না পারে সেই দাবি জানিয়েছে জাতীয় পার্টি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অপসারণও চেয়েছে দলটি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সংসদ নির্বাচনে যেহেতু সরকার বিদ্যমান থাকবে তাদের সদিচ্ছা প্রয়োজন, নয়তো নির্বাচন কমিশনের এককভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ব্যালটে বা ইভিএম যেভাবেই যে নির্বাচন হোক ইসি থেকে সুষ্ঠু নির্বাচনের আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, নির্বাচন প্রভাবিত হয় এমন তথ্য যদি সংবাদ মাধ্যমে আসে সেগুলোর ব্যবস্থা নেবে কমিশন।

নিউজটি শেয়ার করুন

‘সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু ভোট করা সম্ভব নয়’

আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। আজ সোমবার নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় কেউ যেন অনিয়ম করতে না পারে সেই দাবি জানিয়েছে জাতীয় পার্টি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অপসারণও চেয়েছে দলটি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সংসদ নির্বাচনে যেহেতু সরকার বিদ্যমান থাকবে তাদের সদিচ্ছা প্রয়োজন, নয়তো নির্বাচন কমিশনের এককভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ব্যালটে বা ইভিএম যেভাবেই যে নির্বাচন হোক ইসি থেকে সুষ্ঠু নির্বাচনের আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, নির্বাচন প্রভাবিত হয় এমন তথ্য যদি সংবাদ মাধ্যমে আসে সেগুলোর ব্যবস্থা নেবে কমিশন।