সোমবার বিকালে অফিসার ইনচার্জের কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল, সাধারন সম্পাদক আশরাফ হোসেন পল্টু, কার্যকারী সদস্য মো:সাইফুল্লাহ, সাংবাদিক মো:জিয়াউর রহমান, তাছিন জামান, মহসিন মোল্লা, জিল্লুর রহমান সাগর, মুজাহিদ শেখ,আলিমুল সোবাহান।
এ সময় ওসি জাব্বারুল ইসলাম বলেন, শ্রীপুরের মানুষের সাথে অল্প সময়ের মধ্যে আত্মার সম্পর্ক হয়েছে। কাজ করতে গিয়ে আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে জনগণের আইনী সহযোগীতা দিয়ে সেবা করতে পারি।
শ্রীপুর থানায় দায়িত্বে থাকা অবস্থায় টানা তৃতীয়বার মাগুরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন তিনি। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন তিনি। সম্প্রতি তিনি সদর থানায় বদলী হয়েছেন।
বা/খ: এসআর।