সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুরে রিলিফের চাল পাচারকালে জনতার রোষানলে ইউপি সদস্য হাশেম

শাহজাদপুরে রিলিফের চাল পাচারকালে জনতার রোষানলে ইউপি সদস্য হাশেম

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে হতদরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত রিলিফের চাল পাচারকালে ভ্যানবোঝাই চালসহ জনতার হাতে আটক হয় ইউপি সদস্য আবুল হাশেম। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে চালবোঝাই ভ্যান ও নিজের ব্যবহৃত মোটরসাইকেল রেখেই দৌঁড়ে পালিয়ে যায় ইউপি সদস্য হাশেম।

এলাকাবাসী জানায়, আজ রবিবার ভোর থেকেই ইউনিয়ন পরিষদের গোডাউন খুলে গ্রামপুলিশ একরামুলের সহযোগীতায় ইউপি সদস্য হাশেম ভ্যানবোঝাই করে চাল পাচার করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় চায়ের দোকানদার বাবু মন্ডল চাল বোঝাই ভ্যান আটকিয়ে জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে ওঠে হাশেম মেম্বার। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালিয়ে আত্মরক্ষা করে হাশেম।

চা দোকানদার বাবু মন্ডল জানান, জেলে ছাড়াই ভ্যানে চাল বোঝাই করে বার বার ইউনিয়ন পরিষদের বাইরে নিয়ে যাচ্ছিল। এতে সন্দেহ হলে এগিয়ে গিয়ে জিজ্ঞাস করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে হাশেম মেম্বার। পরে লোকজন এগিয়ে আসলে চাল ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় মেম্বার হাশেম। তিনি আরও জানান, গ্রাম পুলিশ একরামুলকে জিজ্ঞাসা করলে সে জানায় চেয়ারম্যান গোডাউনের চাবি দিয়েছে। তার অনুমতি নিয়েই চাল সরানো হচ্ছে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্লা জানান, গোডাউনের চাবি থাকে চেয়ারম্যানের কাছে। তাই চেয়ারম্যানের যোগসাজশেই জেলেদের কার্ডের চাল না দিয়ে অন্যত্র বিক্রি করছে। আমরা এর বিচার চাই।

আত্মগোপনে থাকা ইউপি সদস্য আবুল হাশেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। এ কথা বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু জানান, হাশেমের সাথে কথা বলে আপনাদের বিধি ব্যবস্থা করছি।

অপরদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি আমার জানা নাই। আমি বাইরে আছি। খোঁজ খরব নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

বা/খ : এসআর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *