নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে যুদ্ধকালীন কমান্ডার, বিশিষ্ট সাংবাদিক, কবি, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে সড়কের নামকরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সড়কের নামফলক উম্মোচন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনির আক্তার খান তরু লোদী। উপজেলার বিশ্বরোড সংলগ্ন সিদামবাড়ি থেকে চালতাতলা মোড় হয়ে তালতলা পর্যন্ত দীর্ঘ ওই সড়কের নামকরণ করা হলো বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশেষ পিপি (নারী ও শিশু) এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা বণিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, হাজী আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বড় ছেলে মেহেদী হাসান কিরণ, ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ, আবু শামীম সূর্য, সিলভী পারভীন মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কনজারভেসি ইন্সপেক্টর রাজু আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার ১৫ তম সড়কের নামকরণ হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নামে ওই সড়কের নামকরণ করলো পৌর কর্তৃপক্ষ।