নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় পোতাজিয়া ইউনিয়নের নুকালী ঈদগাঁহ মাঠ থেকে শাহজাদপুর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সাবেক সম্পাদক রেজাউল ইসলাম রাজার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পথযাত্রা বের করে। পথযাত্রা নুকালী ঈদগাঁহ মাঠ থেকে বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার মূল ফটকের সামনে ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রওশন আলী রোশনাই, যুগ্ম-সম্পাদক আব্দুস সোবহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকতার হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ১০ দফা দাবী মানতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। উক্ত পথসভায় শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা ছাড়াও পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।