শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা
- আপডেট সময় : ০৭:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪৩০ বার পড়া হয়েছে

সাগর বসাক, শাহজাদপুর :
জামায়াত-বিএনপির নৈরাজ্য ঠেকাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার রাতে অনুষ্ঠিত উক্ত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, সাবেক ভিপি লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু হোসেন, জজ মিয়া, জাকির হোসেন, ঠান্ডু মিয়া, জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
বক্তব্যে বক্তরা বলেন, জামায়াত-বিএনপির কোন নৈরাজ্য শাহজাদপুরে হতে দেয়া হবে না। তাদের কোন সন্ত্রাসী কার্যকলাপও হতে দেয়া হবে না। জামায়াত-বিএনপি’র সকল ষড়যন্ত্র প্রতিহত করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।