মোঃ বেজাউলকরিম, লালমনিরহাট :
লালমনিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন।
এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌসসহ লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চতুর্থ পর্যায়ে বরাদ্দকৃত ঘরের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ২০৯, আদিতমারী উপজেলায় ৯৭, কালীগঞ্জ উপজেলায় ২৪৮ জন, হাতীবান্ধা উপজেলায় ২৬৭, পাটগ্রাম উপজেলায় ৯৭সহ মোট ৯১৪ পরিবার পূনর্বাসিত হবে।
বা/খ: এসআর।