রাঙামাটি জেলার লংগদু উপজেলার বাট্টাপাড়া বাজারে যুবলীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেত আলী সভাপতিত্বে সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা যুবলীগের সভাপতি চাঁন মিয়া।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম মিয়া (ভা:প্রা:), সাধারন সম্পাদক বাবুল দাস বাবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন পাশা, মাইনীমুখ ইউনিয়ন যুবলীগের সভাপতি আজগর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন খান (ভা:প্রা:) প্রমুখ।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি চাঁন মিয়া বলেন, নারীর ক্ষমতায়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। এটা কেবল দেশরত্ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব। বাংলাদেশ আজ সমৃদ্ধশালী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় রাজপথে থেকে সকল সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে সোচ্চার থেকেছে এবং রাজপথে থেকে সকল কর্মসূচী পালনসহ বিরোধীদলের সন্ত্রাস জঙ্গিবাদের সদা সোচ্চার থেকে বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে ।