ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজারহাটে পরীক্ষায় ২ মেয়ের ফেল করার খবরে শিক্ষক পিতার মৃত্যু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাটে এইচএসসি পরীক্ষায় কন্যাদ্বয়ের অকৃতকার্য হওয়ার খবর শুনে মৃত্যু হয়েছে শিক্ষক পিতার। বৃহস্পতিবার জানাজা নামাজ শেষে ওই শিক্ষকের লাশ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাহারবন্দ কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার নাজিমখাঁন স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে গত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পিংকি আক্তার ও গিনি বেগম নামের দু’বোন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে । গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি’র ফলাফল প্রকাশ হলে তারা দু’জনই অকৃতকার্য হন। ফলাফল শুনে ওইদিন বিকেলে তারা বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন। এ খবর জানতে পেরে ওই পরীক্ষার্থীদের পিতা শিক্ষক আব্দুল গফফার বাড়িতে ফিরে অস্থির হয়ে উঠেন। কন্যাদ্বয়ের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। পরে বৃহস্পতিবার উত্তর দলদলিয়া কবর স্থানে স্থানীয় মসজিদের ইমাম মাওঃ এনামুল কবিরের ইমামতিতে জানাজা নামাজ শেষে তার লাশ দাফন করা হয়। শিক্ষক আব্দুল গফ্ফার উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

এ বিষয়ে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তবে ওই স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুর রহিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

বা/খ : এসআর ।

নিউজটি শেয়ার করুন

রাজারহাটে পরীক্ষায় ২ মেয়ের ফেল করার খবরে শিক্ষক পিতার মৃত্যু 

আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

আসাদুজ্জামান আসাদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাটে এইচএসসি পরীক্ষায় কন্যাদ্বয়ের অকৃতকার্য হওয়ার খবর শুনে মৃত্যু হয়েছে শিক্ষক পিতার। বৃহস্পতিবার জানাজা নামাজ শেষে ওই শিক্ষকের লাশ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বাহারবন্দ কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার নাজিমখাঁন স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে গত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পিংকি আক্তার ও গিনি বেগম নামের দু’বোন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে । গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি’র ফলাফল প্রকাশ হলে তারা দু’জনই অকৃতকার্য হন। ফলাফল শুনে ওইদিন বিকেলে তারা বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন। এ খবর জানতে পেরে ওই পরীক্ষার্থীদের পিতা শিক্ষক আব্দুল গফফার বাড়িতে ফিরে অস্থির হয়ে উঠেন। কন্যাদ্বয়ের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। পরে বৃহস্পতিবার উত্তর দলদলিয়া কবর স্থানে স্থানীয় মসজিদের ইমাম মাওঃ এনামুল কবিরের ইমামতিতে জানাজা নামাজ শেষে তার লাশ দাফন করা হয়। শিক্ষক আব্দুল গফ্ফার উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

এ বিষয়ে নাজিমখান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তবে ওই স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুর রহিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

বা/খ : এসআর ।