রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফী দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরোঃ
“রোগীর নিরাপত্তার অগ্রভাগে রেডিওগ্রাফাররা” ((Radiographers At The Forefront of Patient Safety) প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব রেডিওগ্রাফী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি রাজশাহী’র আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি মহানগরীর প্যারামেডিকেল কলেজ থেকে শুরু করে লক্ষীপুর মোড় হয়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে আবার প্যারামেডিকেল কলেজে এসে শেষ হয়।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বারিট রাজশাহী জোনের সভাপতি মোঃ হুমায়ন কবির শোভাযাত্রাটি উদ্বোধন করেন।
এতে সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ তহুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ দুররুল হুদা,সহকারী অধ্যাপক ডাঃ আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় আইএইচটি রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আলোচনা সভায় চিকিৎসা সেবায় রেডিওলজিস্টদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়।
তারা বলেন,চিকিৎসা সেবার শুরুতেই সঠিক রোগ নির্ণয়ে রেডিওলজিস্টদের ভূমিকা অনস্বীকার্য।কেননা সঠিক রোগ নির্ণয় না হলে সঠিক চিকিৎসা করা কঠিন হয়ে ওঠে।
বা/খ: এসআর