বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।
পূজা সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয়। মাধ্যমটিতে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন তিনি।
মডেল-অভিনেত্রী পূজা চেরী বউ সেজে আলোচনায় এসেছেন। রাঙা বউয়ের ছবি আজ (১০ জানুয়ারি) অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন।
ছবিতে দেখা গেছে মেহেদি রাঙা হাতে লাল শাড়িতে ঘোমটা দিয়ে বউ সেজে আছেন পূজা।
ছবিতে পূজাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে লেখেন, সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।
এরপরই ক্যাপশনের জন্য জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমো। অভিনেত্রীর ছবিগুলো সামাজিকমাধ্যমে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ।
জানা গেছে, সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন পূজা। সেখানেই বাসর ঘরে বধূর সাজে অংশ নিয়েছেন তিনি। সেসব ছবিই এখন পোস্ট করছেন চিত্রনায়িকা।
পূজার এ ছবিতে তার ভক্তরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্য করছেন। এই ছবি দেখে সজিব নামের একজন লিখেছেন, পাশে সাকিব খান মিস হয়ে গেছে, ক্যামেরাটা তার দিকেও একটু ঘুরিয়ে ধরা উচিত ছিল আপু।
উল্লেখ্য, পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ তবুও ভালোবাসি ও অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান চলচ্চিত্র দিয়ে পূজার অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। পূজা তার নান্দনিক অভিনয় দিয়ে এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন।