এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুদ্দিন (১৯) নামে এক বখাটে যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেরদিন মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হলে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। পথে আটক করে বখাটে সাইফুদ্দিন ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করছিল। ঘটনার পর ওই ছাত্রী বাবা বাদি হয়ে থানায় অভিযোগ করে। অভিযুক্ত সাইফুদ্দিন উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আরব নগর হাসানখীল এলাকার প্রয়াত আবদুল বাছের এর পুত্র। রাউজান থানার এসআই অজয় শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।