ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রণবীর-আলিয়ার সন্তান কোথায় ভূমিষ্ঠ হবে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৪০৭ বার পড়া হয়েছে

রণবীর-আলিয়া

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া।

এখন ভরা মাস। আর কিছু দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের প্রথম সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময়ে প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়েরই এক হাসপাতালে ভূমিষ্ঠ হবে নবজাতক।

সব মিলিয়ে কপূর পরিবারে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো— সবই প্রায় শেষ। পরিধি বাড়াচ্ছে আলিয়ার নিজস্ব পোশাক সংস্থা ‘এড-আ-মাম্মা’। অবসর যাপনের পাশাপাশি ব্যবসা নিয়েও ভাবনাচিন্তা করছেন ‘গঙ্গুবাঈ’। নিজে যেমন মা হচ্ছেন, তাঁর চিন্তা বাড়ছে দেশের সমস্ত হবু মা এবং সন্তানদের জন্য। উপযুক্ত আরামদায়ক পোশাক পৌঁছে দিতে চাইছেন তাঁদের কাছে, কম খরচে। নিজেও আনিয়ে রেখেছেন সদ্যোজাতর আরামের যাবতীয় উপকরণ। এখন কেবল তাকে দু’হাতে স্পর্শ করার অপেক্ষা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। এখনও অবধি পরিকল্পনা সেই রকমই। আপাতত রণবীর আর আলিয়া কাছাকাছিই রয়েছেন। কোনও কাজের চুক্তিতে যাননি। শোনা গিয়েছে, মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।

চলতি বছর জুন মাসে সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে প্রেম। তার পর বিয়ে সেরেছিলেন। অনেকের সন্দেহ, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। তাই সাত তাড়াতাড়ি বিয়ে। তবে এ নিয়ে কড়া মন্তব্য করেন আলিয়ার দিদি শাহীন। শাহীন বলেন, আমি আলিয়ার হয়ে কোনও কথা বলব না। কারণ এটা ওর জীবন। ব্যক্তিগত জীবনে যা কিছু হয়ে থাক, সেটা পুরোপুরি ওর সফর। শুধু এটাই বলব যে, সবার মন রেখে চলা যায় না। সেটা কারও দায় হতে পারে না। সব সময়ই নেতিবাচক মন্তব্য আসতে থাকবে। লোকসমাজে বাস করতে হলে আমাদের শিখতে হয়, কোনটা কানে তুলব আর কোনটা অন্য কান দিয়ে বার করে দেব। আমাদের পরিবারের জন্য এটা একটা দুর্দান্ত বছর। সদস্য সংখ্যা বাড়ছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রণবীর-আলিয়ার সন্তান কোথায় ভূমিষ্ঠ হবে?

আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া।

এখন ভরা মাস। আর কিছু দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের প্রথম সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময়ে প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়েরই এক হাসপাতালে ভূমিষ্ঠ হবে নবজাতক।

সব মিলিয়ে কপূর পরিবারে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো— সবই প্রায় শেষ। পরিধি বাড়াচ্ছে আলিয়ার নিজস্ব পোশাক সংস্থা ‘এড-আ-মাম্মা’। অবসর যাপনের পাশাপাশি ব্যবসা নিয়েও ভাবনাচিন্তা করছেন ‘গঙ্গুবাঈ’। নিজে যেমন মা হচ্ছেন, তাঁর চিন্তা বাড়ছে দেশের সমস্ত হবু মা এবং সন্তানদের জন্য। উপযুক্ত আরামদায়ক পোশাক পৌঁছে দিতে চাইছেন তাঁদের কাছে, কম খরচে। নিজেও আনিয়ে রেখেছেন সদ্যোজাতর আরামের যাবতীয় উপকরণ। এখন কেবল তাকে দু’হাতে স্পর্শ করার অপেক্ষা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। এখনও অবধি পরিকল্পনা সেই রকমই। আপাতত রণবীর আর আলিয়া কাছাকাছিই রয়েছেন। কোনও কাজের চুক্তিতে যাননি। শোনা গিয়েছে, মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।

চলতি বছর জুন মাসে সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে প্রেম। তার পর বিয়ে সেরেছিলেন। অনেকের সন্দেহ, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। তাই সাত তাড়াতাড়ি বিয়ে। তবে এ নিয়ে কড়া মন্তব্য করেন আলিয়ার দিদি শাহীন। শাহীন বলেন, আমি আলিয়ার হয়ে কোনও কথা বলব না। কারণ এটা ওর জীবন। ব্যক্তিগত জীবনে যা কিছু হয়ে থাক, সেটা পুরোপুরি ওর সফর। শুধু এটাই বলব যে, সবার মন রেখে চলা যায় না। সেটা কারও দায় হতে পারে না। সব সময়ই নেতিবাচক মন্তব্য আসতে থাকবে। লোকসমাজে বাস করতে হলে আমাদের শিখতে হয়, কোনটা কানে তুলব আর কোনটা অন্য কান দিয়ে বার করে দেব। আমাদের পরিবারের জন্য এটা একটা দুর্দান্ত বছর। সদস্য সংখ্যা বাড়ছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!