জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পাবনার সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, পাবনা জেলা আ’লীগের সাবেক সদস্য, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং উপজেলার বিলমহিষারচর গ্রামের মরহুম মল্লিক খাঁনের ছেলে মোজাম্মেল হক খাঁন। শনিবার সকাল ১১টায় উপজেলার গৌরীগ্রাম ফাজিল মাদরাসা মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গৌরীগ্রাম কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জানাযা নামাজ পূর্ব বক্তব্য রাখেন, পাবনা জেলা আ’লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, সাধারন সম্পাদক তপন হায়দার সান, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আ’লীগ নেতা রবিউল করিম হিরু, সাজ্জাদ হোসেন, সোহেল রানা খোকন, সাইফুল ইসলাম মুকুল, আব্দুল ওহাব মাষ্টার, মনসুর আলম পিনচু, আব্দুল লতিফ, মরহুমের সন্তান রাসেল প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (২০জানুয়ারী) বিকেল ৪টায় স্ট্রোকজণিত কারনে ঢাকা শ্যামলী সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বা/খ : এসআর।