// নওয়াব আলী, মাগুরা //
মাগুরার শালীখাতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা গতকাল রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. মো: আব্বাস উদ্দিন ও সহকারি সার্জন ডা.তাহমিদা মোস্তফা যুথি।
কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদের ইমাম, সাংবাদিক, কমিউনিটি ক্লিনিকের জমিদাতাসহ সমাজের ভিন্ন স্তরের ৩০ জন সদস্য অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডা.অনিন্দ্য সুন্দর।
বা/খ: এসআর।