মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১৪ । সিপিসি-২ ভৈরব ক্যাম্পের র্যাবের একটি দল অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে। গ্রেফকৃতরা হলেন, ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. রুস্তম মিয়া (৪৭) ও একই এলাকার পিন্টু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রিয়ান (২০)।
গতকাল ( ১১ ফেব্রুয়ারি) শনিবার দুপুররে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ভৈরব উপজেলার চণ্ডিবেরের দক্ষিণপাড়া থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।