বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভারত সরকার সকল দলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাইস্বামী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাই স্বামী আরও বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরও শক্তিশালী।
ভারত সরকার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সবধরণের সবসময় সুযোগ সুবিধা দিয়ে আসছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ। আমি এতদিন এ দেশে ভালোভাবে দায়িত্ব পালন করেছি।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক,উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।