সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঁথিয়ায় জলাতঙ্ক রোগী শনাক্ত : এলাকায় জলাতঙ্ক আতঙ্ক বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ

বিএনপি একটি জিন্দা লাশ : মায়া

বিএনপি একটি জিন্দা লাশ : মায়া

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি একটি জিন্দা লাশ, তাদের দাফন দেওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আমরা স্বাধীনতার সন্তান’ নামের একটি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন মায়া বলেন, বিএনপি একটি জিন্দা লাশ, তাদের দাফন দেওয়া ছাড়া উপায় নেই। বিএনপি যদি জোর করে ক্ষমতায় যেতে চায় তাহলে সেটা হবে না। পরিষ্কার করে বলতে চাই আজকের বিএনপি একটা জিন্দা লাশ। গণতন্ত্র বা সংবিধান রক্ষার জন্য আপনারা তত্বাবধায়ক বা নিরপেক্ষ যাই বলেন এগুলো দিয়ে আপনারা (বিএনপি) পার পাবেন না। এটার ওপর ভর করে যদি আপনার নির্বাচন না করে বসে থাকেন তাহলে কোনো কাজ হবে না।

তিনি বলেন, প্রতিটি দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। যাদের নির্বাচনে অংশগ্রহণের মতো শক্তি সামর্থ্য আছে তারা নির্বাচনে আসবে। আর তাদের নিয়েই আমরা নির্বাচন করব। কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনতে হবে এই কাজ কিন্তু আওয়ামী লীগের না।

আন্দোলনের নামে বিএনপির অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে হবে উল্লেখ করে মায়া বলেন, আন্দোলনের নামে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা (বিএনপি) দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করে। আন্দোলনের নামে তারা বাস পোড়ায় এবং আগুন সন্ত্রাস করে। তাদের এসব অপকর্ম থেকে দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আমরা স্বাধীনতার সন্তান সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজমুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *