মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মণিরামপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন রাজস্থলীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গরুর মালিকের সাঁথিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ড. ইউনূসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্রদের সুরক্ষা গুরুত্ব পাবে শাহজাদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৫’শ দুঃস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ তাড়াশের বারুহাস ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা ফরিদপুরে ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ী আটক  পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তিতাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  বেলকুচিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ  এনায়েতপুরে মাওঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ

বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না : মির্জা আব্বাস

বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : 
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে বাধা দিয়ে সংঘাত সৃষ্টি না করতে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করবেন না।

আব্বাস আরো বলেন, আপনারা ঝামেলা বন্ধ করুন, মিথ্যা মামলা বন্ধ করুন, হামলা বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন, গ্রেপ্তার বন্ধ করুন। জঘন্য ইতিহাস সৃষ্টি করবেন না। আপনারা একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন। একবার করেছেন রক্ষীবাহিনী দিয়ে, এখন করছেন সরকারি বাহিনী দিয়ে। মনে রাখবেন, নয়াপল্টনে সমাবেশ হবে, একজন লোক থাকলেও সমাবেশ হবে। আমরা বক্তব্য রাখব।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা কি বসে পড়ব? আমি পরিষ্কার বলতে চাই, আমাদের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না। রাজশাহীতে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে। আরও আট বিভাগে হয়েছে। নয়াপল্টনে তো বিএনপি সমাবেশ মাঝেমধ্যেই করছে। আওয়ামী লীগও তো দীর্ঘদিন ধরে রাস্তা আটকিয়ে পার্টি অফিসের সামনে সমাবেশ করছে।’

প্রচার উপকমিটির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন এই কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতাদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন মির্জা আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *