নিজস্ব প্রতিবেদক : জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। একইসঙ্গে প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনীতির ভূমিকাকেও ইতিবাচক হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসন।
ঢাকায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর সম্মেলনে যোগদান শেষে বৈশাখী টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। অস্ট্রেলিয়া একক আধিপত্যহীন উন্মুক্ত ও সমৃদ্ধ প্রশান্ত মহাসগর অঞ্চল দেখতে চায় বলেও জানান তিনি।
ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে গেল ১২ই মে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসন।
চার দিনের সফর শেষে সোমবার ঢাকা ছাড়ার আগে, রাজধানীর একটি হোটেলে বৈশাখী টেলিভিশনসহ দেশের কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের সংগে কথা বলেন তিনি। এসময় বাংলাদেশে বিনিয়োগ বাণিজ্য শিক্ষা খাতে সহযোগিতাসহ দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে কথা বলেন এই কূটনীতিক।
তিনি জানান, প্রশান্ত মহাসাগর অঞ্চল হবে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী। যেখানে দেশগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।
নবায়নযোগ্য জ্বালানিতে তার দেশের সহযোগিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, এ খাতে তার দেশ সহযোগীতায় আগ্রহী।
রোহিঙ্গাদের ফিরে মিয়ানমারে যেতে রাখাইন রাজ্যে অনুকুল পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান আস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী।