মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উদ্ভাবক সবুজ সরদার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কীটনাশক ছিটানো ড্রোন বানিয়ে দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করে সবুজ সরদার।
রোববার (১২ মার্চ) ঢাকা গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আয়োজিত ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে প্রথমস্থান অধিকারকারী সবুজ সরদারের হাতে পুরস্কার সনদ এবং ৫০ হাজার টাকার চেক প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
সবুজ সরদার ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পলি শিবনগর মহেশপুর গ্রামের রিকশাভ্যান চালক এনামুল সরদারের ছেলে। সে ২০২১ সালে ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বর্তমানে দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের তড়িৎ প্রকৌশল বিদ্যা বিভাগের শিক্ষার্থী।
উদ্ভাবক সবুজ সরদার জানায়, কৃষক ঘরে জন্ম নেয়ায় ছোট থেকেই বাবার জমিতে খুব কষ্টে কাজ করতে দেখে কিছুটা কষ্ট লাঘবে কীটনাশক ছিটানো ড্রোন তৈরির পরিকল্পনা করে এবং একসময় তা পূর্ণতা পায়। আজ সেই উদ্ভাবনই দেশের অন্যতম উদ্ভাবন হয়েছে।
শিবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামেদুল ইসলাম বলেন, সবুজ আমাদের এলাকার ছেলে সে অত্যন্ত প্রতিভাবান, সে প্রথমে চালকবিহীন উড়োজাহাজ নির্মাণ করে আলোচিত হয়। পরে তৈরি করে কৃষিবান্ধব কীটনাশক ছিটানো ড্রোন। যা বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী সাড়া ফেলে। এরপর কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে। সবুজকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং তার সাফল্য কামনা করি।
বা/খ: জই