মঠবাড়িয়া প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটার পশ্চিম কাঠালতলী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে হাফেজ মোল্লা নামে এক ব্যক্তির বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ১৩ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পাথরঘাটা ফায়ার সার্ভিস ৩-৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা আব্দুল হাফেজ মোল্লা জানান প্রতিদিনের ন্যায় রাতের খারার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরেন। হঠাৎ দেখতে পারের আগুনের লেলিহান ধাউ-ধাউ করে জ¦লছে। তারা হতভম্ব হয়ে প্রাণ বাঁচাতে ঘরের বাহিরে লাফিয়ে পরে। কিন্তু আগুন থেকে কোন মালামাল রক্ষা করতে পারেনি।
তিনি আরও জানান, ভয়াবহ আগুনে জমির দলীল, নগদ টাকা, ধান-চাল, লাইসেন্সকৃত বন্দুক পুড়ে যায়। এমনকি ঘর লাগেয়া গোয়ালে রাখা একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। তার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি ধারণা করছেন রান্না ঘরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আব্দুল হাফেজ মোল্লা পাথরঘাটা উপজেলার পশ্চিম কাঠালতলী গ্রামে মৃত আফসার মোল্লার ছেলে।
বা/খ: জই