খুলনার পাইকগাছায় ৩শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় গাইন ও ইব্রাহীম গাজী নামে দু’যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের নামে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২মার্চ (রবিবার) রাত ৯ টায় পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রিজের অপরপ্রান্তে শ্মরনখালী এলাকা থেকে এসআই সুকান্ত কর্মকার ও এএসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ৩শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে।আটককৃত হৃদয় গাইন উপজেলার গড়ইখালী গ্রামের বাবু গাইনের ছেলে ও ইব্রাহীম গাজী একই গ্রামের মঈদুল গাজীর ছেলে। এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে হৃদয় গাইন ও ইব্রাহীম গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন (যার নং-১৭)।
পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃত দু’মাদক ব্যবসায়ী হৃদয় গাইন ও ইব্রাহীম গাজীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।