সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সিটির মাস্টার প্ল্যানের কাজ ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছে–কিরণ রক্ষক যখন ভক্ষক সাঁথিয়ায় জলাতঙ্ক রোগী শনাক্ত : এলাকায় জলাতঙ্ক আতঙ্ক বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত

পল্লীবিদ্যুৎ অফিস হয়ে উঠেছে যেন ‘সুসজ্জিত পুষ্প উদ্যান’

রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
২০২০ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাজারের প্রাণকেন্দ্রে প্রায় পাঁচ একর জমিতে উদ্বোধন করা হয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ঝিকরগাছা জোনাল অফিস। বর্তমানে এটি দেখে মনে হবে বিদ্যুৎ অফিস নয়, যেন সুসজ্জিত পুষ্প উদ্যান। বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার টি.এম. মেসবাহ উদ্দিনের প্রচেষ্টায় পাঁচ একরের পুরো ক্যাম্পাসে ফুটেছে হরেক রকম ফুল।
পাশাপাশি রয়েছে ফলজ, ভেজস গাছসহ সবজি বাগান। চারিদেকে যেন সবুজের সমারোহ। ফুলের সৌরভ আর সৌন্দর্য্য মানুষকে আকর্ষিত করছে বহুগুন। ফুল ছুঁয়ে সৌন্দর্য্য উপভোগ করছে অনেকেই। সবজি বাগানে রয়েছে প্রায় সব ধরণের দেশি সবজি। কোন রকম কীটনাশক ছাড়াই অর্গানিক পদ্ধতিতে এসব উৎপাদন করা হচ্ছে।
চারিদিকে ঘুরে দেখা যায়, পুরো এলাকাজুড়ে রয়েছে অন্তত ২০ রকম ফুল। ফুটে থাকা কালো আর লাল গোলাপ মানুষের অবচেতন মনে প্রেমের উদ্রেক ঘটাবে। পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে সূর্যমুখি, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সিলভিয়া, ইনকা গাঁদা, হানিকম গাঁদা, জিনিয়া, সাইলেশিয়া, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, ন্যাস্টেসিয়াম, রজনিগন্ধাসহ অন্তত ২০ প্রকার ফুল।
সংশ্লিষ্টরা বলছেন, ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা হলো ফুলের রাজ্য। সেই রাজ্যে অবস্থান করে ফুলগাছ না লাগানো বড্ড বেমানান। শুধু ফুল নয়, পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে বিভিন্ন ফলজ গাছ৷ রয়েছে ড্রাগন, আম, বরই, বেদানাসহ অনেক ধরণের ফলগাছ।
এছাড়া সবজি চাষের মাধ্যমে এলাকাজুড়ে এখন সবুজের সমারোহ। এখানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মিষ্টিকুমড়া, ধনিয়াপাতা, গাঁজর, লালশাক, পালংক শাক, সবুজশাক, পেঁয়াজ, রসুনসহ অনেকপ্রকার সবজি চাষ করা হচ্ছে।
ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টি.এম. মেসবাহ উদ্দিন বলেন, ঝিকরগাছার গদখালী-পানিসারা হলো ফুলের রাজ্য। এই রাজ্যে বসবাস করে ফুলগাছ না লাগানো বড্ড বেমানান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশেষ নির্দেশনায় প্রায় পাঁচ একর জায়গায় অবস্থিত ক্যাম্পাসের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপন করা হয়েছে। এছাড়া ভেজস ও ফলজবাগান করা হয়েছে।
বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *