সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুর চেম্বারে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত  রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ১৪ ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং

পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা : ফখরুল

পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই নিতে হবে।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে জেলা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ফখরুল বলেন, বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আসামিদের আড়াল করতেই আওয়ামী লীগের নেতারা বিএনপির এর উপর দোষ চাপাচ্ছে। এ সময় গণমাধ্যমের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, না করলে জনগণ তা মনে রাখে এবং সময় আসলে জনগণই তার উচিত জবাব দেয়।

তিনি বলেন, বাংলাদেশের যে সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি অনাস্থা তাতে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সমাধান। যার মাধ্যমে আমরা এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি এবং সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি।

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদীয়া সম্প্রদায়ের লোকজন স্পষ্ট করে বলেছেন আপনার আশেপাশে লোকেরা এই সহিংসতা সঙ্গে জড়িত। তার মধ্যে আব্দুর রহমানের নাম এসেছে কিন্তু তাদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ, মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপি’র বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, সহ সভাপতি ওবায়দুল্লা হক মাসুদ, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *